ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে ফিরছেন যোগী, মোদী ম্যাজিকেই ঘটল কামাল

বর্তমান উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা ৩১২ জন। অন্যদিকে প্রধান বিরোধী দল সপার বিধায়ক সংখ্যা মাত্র ৪৭। অন্যদিকে বহুজন সমাজ পার্টির (BSP)-র বিধায়ক রয়েছে ১৯ জন। তবে গতবারের বিজেপির জয়ের পিছনে অনেকটাই কাজ করেছিল নরেন্দ্র মোদী হাওয়া। 

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে চলেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি দল। বুথ ফেরত সমীক্ষায় এরকমই ইঙ্গিত মিলছে। সোমবারই শেষ হয়েছে ৭ দফার ভোট গ্রহণ। ২০১৭ সালের থেকে এবার বিজেপির লড়াইটা কঠিন হবে বলে নির্বাচনের আগে মনে করা হচ্ছিল। তবে, বুথ ফেরত সমীক্ষার ফল বলছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, প্রিয়াঙ্কা গান্ধীর কংগ্রেস, মায়াবতীর বসপা এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ-কে অনেক পিছনে ফেলে ইতিহাস গড়তে চলেছে বিজেপি। বেশিরভাগ এক্সিট পোলেই শাসক দলের সহজ জয়ের পূর্বাভাস মিলেছে। 

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জনমত সমীক্ষার ফল অনুসারে রাজ্যের অধিকাংশ এলাকাতেই বিজেপির জয় নিশ্চিত। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ২৮৮ থেকে ৩২৬টি আসন। আর সপা আটকে ৭১ থেকে ১০১ টি আসনে। আর মায়াবতীর বসপা নেমে যাবে একেবারে একক সংখ্যায়, পেতে পারে ৩ থেকে ৯টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র ১ থেকে ৩ শতাংশ আসন। 

Latest Videos

রিপাবলিক টিভি-পি মার্কের সমীক্ষা অনুসারে, বিজেপি জিততে চলেছে ২৪০টি আসনে। আর সপা পেতে চলেছে ১৪০টি আসন। 

টাইমস নাও-ভেটোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি জিতবে ২২৫ টি আসনে। সমাজবাদী পার্টি জিতবে ১৫১ টি আসন। বিএসপি জিততে পারে ১৪ টি আসন, কংগ্রেস ৯টি আসনে।

জি নিউজ-ডিজাইনবক্সড এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে চলেছে ২২৩ থেকে ২৪৮ টি আসন। সপা পেতে পারে ১৩৮ থেকে ১৫৭ টি আসন। আর বিএসপি পেতে পারে মাত্র ৫ থেকে ১১ টি আসন। কংগ্রেসও ৪ থেকে ৯টির বেশি আসন পাবে না। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৫ টি আসন। 

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট। সপা পেতে পারে ৩৬ শতাংশ। বসপার ঝুলিতে ভোট আসবে ১২ শতাংশ। কংগ্রেস এবং অন্যান্যরা পেতে পারে ৩ শতাংশ করে ভোট।

তাদের সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদেও উত্তরপ্রদেশের মানুষের সবথেকে বেশি পছন্দ যোগী আদিত্যনাথই। ৪৫ শতাংশ মানুষ যোগীকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে চেয়েছেন। অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী চেয়েছেন ৩৫ শতাংশ মানুষ। মায়াবতীকে চেয়েছেন ১২ শতাংশ, প্রিয়াঙ্কা গান্ধীকে মাত্র ১ শতাংশ।    

২০১৭ সালের নির্বাচনে, বিজেপি ৩০০ টিরও বেশি আসন জিতেছিল। আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পেয়েছিলেন ৫৫টি আসন। মায়াবতীর বিএসপি মাত্র ১৯টি আসন পেয়েছিল। তবে, ২০১২ সালে, অখিলেশ যাদব একাই ২২৪ আসনে জিতেছিলেন। 

এবারের নির্বাচনে 

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?