Exit Poll Uttarakhand Elections 2022: কংগ্রেসের হাতছাড়া হতে পারে উত্তরাখণ্ড, ফিরছে বিজেপি

উত্তরাখণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৭০। সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে অন্তত ৩৬ টি আসনে জয়ী হতে হবে। ৭০ টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৬১টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি ৯টি আসনে নির্দল, বিএসপি কিংবা ইউকেডি প্রার্থীরা রয়েছেন। ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হলে এরা সরকার গঠনে সমর্থন দিতে পারে।  

Web Desk - ANB | Published : Mar 7, 2022 1:41 PM IST / Updated: Mar 07 2022, 09:18 PM IST

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ১০ মার্চ। উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। দেবভূমিতে গত কয়েক বছরের রাজনীতির ট্রেন্ডে বিজেপি বনাম কংগ্রেসের লড়াইই মুখ্য হয়ে উঠেছে। তবে এই রাজ্যের রাজনৈতিক মঞ্চে আম আদমী পার্টির প্রবেশ অনেকটাই সমীকরণ বদলেছে। তবে উত্তরভারতের এই রাজ্যে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে বলেই ভোট সমীক্ষা বলছে। এই রাজ্যে আম আদমি পার্টি (এএপি) এবং কংগ্রেসের মধ্যে অ্যান্টি-ইনকাম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী ভোট ব্যাঙ্ক বিভক্ত বলে মনে হচ্ছে, যা সিংহাসনে ফিরে আসার জন্য গেরুয়া ব্রিগেডকে এগিয়ে দেবে। কুমায়ুন এবং গাড়ওয়াল অঞ্চলে বিজেপির হাওয়ার গতি বেশি। তবে তরাই অঞ্চলে লিড করছে কংগ্রেস। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত রাজ্যে মুখ্যমন্ত্রী পদে সর্বাধিক পছন্দের প্রার্থী বলে মনে হচ্ছে। 

উত্তরাখণ্ডে কোন দলের দখলে কত আসন, সূত্র ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে-র বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে যে উত্তরাখণ্ডে ৬০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২০ থেকে ৩০টি আসন, বিজেপি পেতে পারে ২ থেকে ৪টি আসন, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৫টি আসন। 
---------------------------------------------------------------------  

উত্তরাখণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৭০। সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে অন্তত ৩৬ টি আসনে জয়ী হতে হবে। ৭০ টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৬১টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি ৯টি আসনে নির্দল, বিএসপি কিংবা ইউকেডি প্রার্থীরা রয়েছেন। ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হলে এরা সরকার গঠনে সমর্থন দিতে পারে। 

রিপোর্ট অনুসারে, ৪০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত সবচেয়ে প্রিয় মুখ। যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা পুষ্কর ধামিকে ২৫ শতাংশ মানুষ প্রিয় মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বর্ণনা করেছেন। বিজেপির রাজ্যসভার সদস্য অনিল বালুনিকে মুখ্যমন্ত্রী পদের পছন্দের মুখ হিসেবে ১৯ শতাংশ  মনোনীত করে। একই সময়ে, আম আদমি পার্টির অজয় কোঠিয়ালকে মনোনীত করেছে ৭শতাংশ মানুষ। বাকি সাত শতাংশ কাউকেই বেছে নেয়নি

Share this article
click me!