UP Elections 2022: এবার উত্তরপ্রদেশে প্রচারে মমতা, অখিলেশের সঙ্গে করবেন ভার্চুয়াল সভা

সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Elections 2022), প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দূত কিরণময় নন্দের (Kiranmay Nanda) সঙ্গে বৈঠকে কী ঠিক করলেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী? 
 

এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Elections 2022), সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, কালিঘাটে (Kalighat) এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দূত কিরণময় নন্দ (Kiranmay Nanda)। বৈঠক শেষে কিরণময় নন্দ জানান, ৮ ফেব্রুয়ারি লখনউ (Lucknow) যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে, অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায় একটি যৌথ ভার্চুয়াল সভা করবেন। সেই সভা, ভার্চুয়াল মাধ্যমে সারা উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রচার করা হবে।   

শুধু তাই নয়, ওই দিন অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনও করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর বারানসীতেও (Varanasi) অখিলেশ যাদব-মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ ভার্চুয়াল সভা হবে। তবে, সেই সভার দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে, উত্তরপ্রদেশ নির্বাচনে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস (TMC), যেরকম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও সমাজবাদী পার্টি প্রার্থী দেয়নি। তবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরপ্রদেশে প্রার্থী না দিয়ে, সপাকে সম্পূর্ণ সমর্থন দেবেন। 

Latest Videos

EjA h[]gv - UP Elections 2022: 'দলের জন্য যৌবন দিয়েছি', টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা সপা নেতার

আরও পড়ুন - Akhilesh Yadav Vishnu avatar: অখিলেশ যাদব বিষ্ণুর অবতার, তাঁর মন্দিরে ২৪ ঘন্টাই জ্বলে প্রদীপ

আরও পড়ুন - UP Elections 2022: হারার জন্যই ভোটে লড়েন হাসনুরাম - ৯৩বার হেরেছেন, লক্ষ্য ১০০

কিরণময় নন্দ বাম আমলে রাজ্যের মৎস মন্ত্রী ছিলেন। পরে অবশ্য সপা মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই সমর্থন করে। প্রাক্তন মৎসমন্ত্রী এদিন জানিয়েছেন, ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর, মমতা বন্দ্যোপাধ্য়ায় আর শুধুমাত্র বাংলার নেত্রী নেই। তিনি সারা ভারতে বিজেপি বিরোধী জাতীয় মুখ হয়ে উঠেছেন। আর সেই কারণেই সপা কর্মীরা চাইছেন উত্তরপ্রদেশের নির্বাচনে প্রচারে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে করে উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী জনতা উৎসাহিত হবে, এমনটাই মনে করছে সপা নেতৃত্ব। 

অখিলেশ যাদবের দূত আরও জানিয়েছেন, উত্তরপ্রদেশে খুবই দুরূহ পরিস্থিতিতে তাঁদের নির্বাচন করতে হচ্ছে। কোভিড-১৯ বিধিনিষেধে জেরে কোনও সভা-সমিতি করা যাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল সভাই করতে হবে। তিনি আরও দাবি করেছেন, সপার সদর দফতর পুলিশ দিয়ে ঘিরে রেখেছে যোগী প্রশাসন। তাদের আড়াই হাজার কর্মীকে মিথ্য়া মামলায় গ্রেফতার করা হয়েছে। আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী (PM Narendra Modi), যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) যেখানে সভা করছেন, সেখানে চেয়ার ভর্তি হচ্ছে না। উল্টোদিকে অখিলেশ যাদবের সভায় উপচে পড়ছে ভিড়। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়লে, বিজেপির হার নিশ্চিত হয়ে যাবে, এমনটাই আশা সমাজবাদী পার্টির। প্রসঙ্গত আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'খেলা হবে' স্লোগান উত্তরপ্রদেশে দারুণ জনপ্রিয় হয়েছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওদের চুলকানি হয়েছে, ভারত ওষুধ দিয়ে দেবে' | Suvendu Adhikari | #shorts |
Kaustav Bagchi: স্যালাইন কাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা কৌস্তব বাগচীর, দেখুন কী বলছেন তিনি
'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |
Rashifal Today : মকর সংক্রান্তিতে আপানার ভাগ্য কি বলছে? দেখুন আজকের রাশিফল | Makar Sankranti 2025
সিদ্দিকুল্লা চৌধুরীকে পাল্টা দিলেন শুভেন্দু, দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা । Suvendu Adhikari