FIR-এর এক দিনের মধ্যেই ঢোক গিলল উত্তর প্রদেশ পুলিশ,মুছে ফেলা হল সুন্দর পিচাই-র নাম

  • উত্তর প্রদেশের পুলিশের কীর্তি 
  • অভিযোগের এক দিনের মধ্যেই ভোল বদল 
  • এফআইআর থেকেই নাম মোছা হল সুন্দর পিচাই-র
  • বাদ পড়লের গুগলের আরও তিন কর্তা 

গুগলের সিইও সুন্দর পিচাই ইস্যুতে পিছু হাঁটল উত্তর প্রদেশ পুলিশ। কারণে মামলা দায়ের করা হলেও এফআইআর থেকে মুছে ফেলা হল সুন্দর পিচাই সহ বেশ কয়েকজনের নাম। তেমনই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক  উত্তর প্রদেশ পুলিশের এক অধিকর্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বদনাম করার অভিযোগেই দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রের খবর একটি ভিডিও ক্লিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বদনাম করার তথ্য রয়েছে তাদের হাতে। 

অভিযোগ দায়ের পরেই তদন্তে নামে উত্তর প্রদেশ পুলিশ। তাতে দেখা গেছে এই মামলায় জড়িত নয় পিচাই ও গুগলের আরও তিন কর্মকতার। তারপরই এফআইআর থেকে পিচাইসহ বাকিদের নাম মুছে ফেলা হয়েছে বলেও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে পুলিশের এক কর্তা। পুলিশ জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তেতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। প্রথমে হোটাসঅ্যাপে, পরে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছি। সেটি নিয়ে আপতত্তি জানানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিকে হুমকি দিয়ে সাড়ে আট হাজার বার ফোন করা হয়েছিল । ওই ভিডিওটিতে প্রায় পাঁচ লক্ষবার দেখা হয়েছে। বেশ কয়েক জনের মতামতও রয়েছে।  

Latest Videos

পরিবার পরিকল্পনার স্লোগান টেনে কেন্দ্রের নীতির সমালোচনা রাহুলের, পাল্টা নিশানা করেন অনুরাগ ...

'ভোটের পর জয় শ্রীরামের জপ করবেন মমতা দিদি', কোচবিহারের জনসভায় বললেন অমিত শাহ ...

যুক্তরাষ্ট্রের বাসিন্দা পিচাই ছাড়াও এফআইআরএক নাম রয়েছে গুগল ইন্ডিয়ার সিইও সঞ্জয় কুমার গুপ্ত সহ তিন জন। গত ৬ ফেব্রুয়ারি ভেলুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে এই বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানান হয়নি। এফআইআরএ নাম রয়েছে গাজিপুরের এক লোকসঙ্গীত শিল্পীরও। ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারা (শান্তি লঙ্ঘনের উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক অপমান), ৫০৬ ধারা (অপরাধমূলক ভয় দেখান), ৫০০ ধারা (মানহানি), ১২০ বি ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) অভিযোগ দায়ের করা হয়েছে। গুগল কর্মকর্তাদের নাম অভিযোগ দায়ের হওয়ার মাত্র এক দিনের মাথাতেই সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জাননা হয়েছে তদন্ত করে দেখা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর