UP Elections 2022 : 'মোদী তাঁর আদর্শ', বিজেপিতে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অপর্ণা যাদব

বুধবার উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব চন্দ্র মৌর্য ও বিজেপির রাজ্যসভাপতি  স্বাধীনদেব সিং-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। দলীয় সূত্রে খবর আগেই থেকেই তাঁর যোগদানের বিষয়ে পাকা কথা হয়েছিল। শুধু অপর্ণাই নয়, বিজেপি রীতিমত মুলায়মের ঘরেই ফাটল ধরিয়ে দিয়েছে। কারণ অপর্ণার পরই বিজেপিতে যোগ দিতে পারেন মুলায়ম সিং-এর শ্যালক প্রমোদ গুপ্ত। 
 

Saborni Mitra | Published : Jan 19, 2022 6:58 AM IST / Updated: Jan 20 2022, 08:48 PM IST

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর দীর্ঘ দিনের আদর্শ। সর্বদাই নরেন্দ্র মোদী তাঁকে প্রভাবিত করেন। বিজেপিতে (BJP) যোগদানের পর তেমনই বললেন মুলায়ম সিং(Mulayam Singh Yadav)-এর পুত্রবধূ ও অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভাতৃবধূ অপর্ণা যাদব (Aparna Yadav)। বুধবারই অখিলেশ শিবিরকে বড় ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টি (SP) ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন দেশের ও রাজ্যের মানুষের সেবা করতে চান তিনি। সেই কারণেই বিজেপিতে যোগ দিয়েছেন। 

বুধবার উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব চন্দ্র মৌর্য ও বিজেপির রাজ্যসভাপতি  স্বাধীনদেব সিং-এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। দলীয় সূত্রে খবর আগেই থেকেই তাঁর যোগদানের বিষয়ে পাকা কথা হয়েছিল। শুধু অপর্ণাই নয়, বিজেপি রীতিমত মুলায়মের ঘরেই ফাটল ধরিয়ে দিয়েছে। কারণ অপর্ণার পরই বিজেপিতে যোগ দিতে পারেন মুলায়ম সিং-এর শ্যালক প্রমোদ গুপ্ত। 

অপর্ণা যাদব হলেন মুলয়াম সিং যাদবের ছোট ছেল প্রতীক যাদবের স্ত্রী। বিজেপি সূত্রের খবর ইতিমধ্যেই অপর্ণার সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা সারা হয়ে গেছে বিজেপির। এর আগে ২০১৭ সালে নির্বাচনে অপর্ণা সমাজবাদী পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লক্ষ্ণৌ ক্যান্টটনমেন্ট আসন থেকে। যদিও সেবার নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রীতা বহুগুণা যোশীর কাছে হেরে গিয়েছিলেন। চলতি নির্বাচনে অপর্ণা বিজেপিতে যোগ দিলে গেরুয়া শিবিরের হয়ে ভোট যুদ্ধে প্রার্থী হতে পারেন।

অপর্ণার আরও একটি পরিচয় রয়েছে। তিনি একটি সংস্থা চালান। সেই সংস্থা মূলত মহিলাদের সমস্যা নিয়ে কাজ করে। সেটির নাম বাওয়ারা। এছাড়াও লক্ষ্ণৌতে গরুদের জন্য একটি আশ্রয় কেন্দ্রের কাজও তিনি করেন। সেই সূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসাও তিনি করেন। লোসকভা নির্বাচনেরও আগেই অপর্ণা ও তাঁর স্বামী বিজেপির সঙ্গে কথা বলেছিল বলেও সূত্রের খবর।  যদিও সেই সময় তাঁদের বিজেপিতে যোগ দান করতে দেখা যায়নি। 

অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন বলে সূত্রের খবর। সম্ভবত তিনি লক্ষ্মৌ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রথম তিন দফায় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশের নির্বাচন শুরু। ভোট হবে সাত দফায়। ফল প্রকাশ ১০ মার্চ।  ইতিমধ্যেই প্রত্যেকটি দলই ভোট প্রচার শুরু করেছে। 

UP Poll 2022: পরিবারের কাছ থেকে বড় ধাক্কা খেতে চলেছেন অখিলেশ, ঘরের বউ যোগ দিতে পারেন বিজেপিতে

Antrix Devas Deal: 'প্রতারণাই কংগ্রেসের বৈশিষ্ট্য', নির্মলা সীতারমনের নিশানায় অ্যানট্রিক্স দেভাস চুক্তি

Republic Day Security Alert: ২৬ জানুয়ারি জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী মোদী, সতর্ক করল গোয়েন্দারা

Read more Articles on
Share this article
click me!