ভোটের উত্তর প্রদেশে নৃশংস খুন, বাবাকে কম্বলে মুড়ে আগুন লাগিয়ে দিল ছেলে

মথুরার এক উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহত ব্যক্তি অমৃত লাল একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় ১০-১২ দিন আগে ছেলে ও স্বামীকে রেখে অমৃত লালের স্ত্রীর নিজের বাবার বাড়িতে গিয়েছিলেন। 

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের বাবাকে (father) নৃশংসভাবে খুন (Murder) করার অভিযোগ উঠল ছেলের (Son) বিরুদ্ধে। অভিযুক্তের মা এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ বৃদ্ধ বাবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে প্রমাণ লোপাটের জন্য ছেলেন দেহ কম্বলে মুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তর প্রদেশের মথুরার (UP, Mathura) নারহৌলি গ্রামে এই ঘটনা ঘটেছে। 


মথুরার এক উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহত ব্যক্তি অমৃত লাল একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় ১০-১২ দিন আগে ছেলে ও স্বামীকে রেখে অমৃত লালের স্ত্রীর নিজের বাবার বাড়িতে গিয়েছিলেন। তারপরই অমৃত লালের ছেলে বিনীত বাড়ির বিক্রির জন্য বাবার ওপর চাপ দিতে শুরু করে। কিন্তু বাড়ি বিক্রি করতে রাজি ছিলেন না অমৃত লাল। 

Latest Videos

বাড়ি বিক্রিতে বাবার আপত্তি মেনে নিতে রাজি ছিল না বিনীত। সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে শুরু হয় বিবাদ। ক্রমশই তা চরম আকার নেয়। সেই সময়ই অমৃত লালকে শ্বাসরোধ করে হত্যা করে বিনীত। তারপর প্রমাণ লোপাটের জন্য একটি কম্বলে মুড়ে বাবারে দেহে আগুন লাগিয়ে দেয় সে। 

অমৃত লালের বিধবা স্ত্রী জানিয়েছেন, তাদের বসত বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছিল বিনীত। ইতিমধ্যে ১০০ বর্গগজের একটি সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে জোর করে। যা নিয়ে তাদের পারিবারিক বিবাদ তীব্র আকার নিয়েছিল। বিনীত প্রায়ই বাড়ির বিক্রির জন্য চাপ দিত। তাঁর ছোল ছেলে নেহনা চার বছর আগে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিল। 

তবে স্বামীর মৃত্যুর পর আশাদেবী জানিয়েছেন স্বামী ও ছোট ছেলে দুটি মৃত্যুর জন্যই দাবি বিনীত। তিনি তাঁর মৃত্যুদণ্ডও দাবি করেছেন। মথুরা থানার পুলিশ জানিয়েছেন বিনীত একজন মদ্যপ ব্যক্তি। মদ্যপ অবস্থায় পরিবারের সদস্যদের মারধর করে। অমৃত লালের আধপোড়া দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান হয়েছে। বর্তমানে ফেরার বিনীত। তাকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিনীতের কোনও খোঁজ পাওয়া যায়নি। 

পুলিশ মনে করছে বিনীতের মোটা টাকার প্রয়োজন ছিল। নেশার কারণে অনেক ধার করে ছিল। সেই কারণে বাকরড়ি বিক্রির করে টাকা আদায়ের জন্য চাপ দিচ্ছিল। বাবাকে পারিবারিক সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে খুন করেছে বলেও মনে করছে পুলিশ। তবে বিনীতকে গ্রেফতার করার পরই সব পরিষ্কার হয়ে যাবে। 

যুদ্ধের ইউক্রেনেও গুরুত্ব পেল 'সাতপাকের প্রতিশ্রুতি', দেশে ফিরতে নারাজ এক ভারতীয়

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফা ভোট, ভাগ্য পরীক্ষা ৬১৩ প্রার্থীর

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফায় 'হটসিট' কাশী বিশ্বনাথ ধাম, বেড়েছিল রাজনীতিকদের আনাগোনা

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election