ফুড প্লাজার মতো সব এক্সপ্রেসওয়ের দু'পাশে হাসপাতাল হবে, ঘোষণা যোগীর

Published : Mar 02, 2025, 08:06 PM ISTUpdated : Mar 02, 2025, 08:16 PM IST
cm yogi

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সরকার পথ দুর্ঘটনা রোখার উপর জোর দিচ্ছে। এরই মধ্যে উত্তরপ্রদেশ সরকার আবার পথ দুর্ঘটনা রোখার পাশাপাশি চিকিৎসারও ব্যবস্থা করছে।

জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ধারে যেমন সার দিয়ে খাবারের দোকান থাকে, তেমনই এবার উত্তরপ্রদেশের সব এক্সপ্রেসওয়ের ধারে দুই পাশেই হাসপাতালের ব্যবস্থা করা হচ্ছে। এই পরিকল্পনার কথা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করেন যোগী। তিনি বলেন, পথ নিরাপত্তার সঙ্গে জড়িত সব বিভাগের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে ট্র্যাফিক আইন যুক্ত করা উচিত। যে মোটরবাইক ও গাড়িগুলি নিয়ম না মেনে বেপরোয়াভাবে চলাচল করছে, সেগুলির বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী। তিনি আরও বলেছেন, এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের ধারে মদের দোকান চলতে দেওয়া যাবে না। অত্যধিক গতিতে গাড়ি চালানো, মদ খেয়ে গাড়ি চালানো, ট্র্যাফিক সিগন্যাল লঙ্ঘন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা দুর্ঘটনার অন্যতম কারণ। ১৮ বছর বয়স না হলে গাড়ি, মোটরবাইক, ই-রিকশা চালানোর অনুমতি দেওয়া যাবে না।

উত্তরপ্রদেশে পথ নিরাপত্তায় জোর

রবিবার পথ নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন যোগী। সড়ক সুরক্ষা পরিষদের বৈঠকে ছিলেন উত্তরপ্রদেশের পরিবহণমন্ত্রী, বিভিন্ন দফতরের আধিকারিক, বিভিন্ন জেলার শীর্ষস্তরের আধিকারিক, পুলিশ কমিশনার-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই বৈঠকে পথ দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন যোগী। তিনি জানান, ২০২৪ সালে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৬,০৫২। এর মধ্যে ৩৪,৬০০ জন জখম হন এবং ২৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এ বিষয়ে সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

পথ দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা

যোগী আরও বলেছেন, কোনও ব্যক্তি পথ দুর্ঘটনার কবলে পড়েন, তাহলে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেটা নিশ্চিত করার জন্য এক্সপ্রেসওয়ের দু'পাশে ফুড প্লাজার মতো হাসপাতালের ব্যবস্থা করতে হবে। সব মহকুমার প্রধান হাসপাতালে ট্রমা সেন্টার, অ্যাম্বুল্যান্স-সহ চিকিৎসার সবরকম ব্যবস্থা রাখতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইউপির বাজেটে একাধিক চমক যোগী আদিত্য নাথের! কী বললেন মুখ্যমন্ত্রী?

মহাকুম্ভের মহিমা, ৭৩ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগী আদিত্যনাথের সাক্ষাৎ

মহাকুম্ভে দুর্ঘটনার পর যোগী সরকারের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা হয়ে উঠল লাইফলাইন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!