Uttar Pradesh Crime: সম্পত্তি হাতানোর জন্য বিয়ের নাটক করে স্বামীকে খুন! কিছুদিন আগেই মেঘালয়ে (Meghalaya) এই ঘটনা দেখা গিয়েছে। এবার উত্তরপ্রদেশে একই অভিযোগ উঠল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Uttar Pradesh Murder: ৪৫ বছর বয়স। ১৮ বিঘা জমির মালিক। তারপরেও বিয়ে না হওয়ায় আফশোস ছিল। সোশ্যাল মিডিয়ায় এক রিল পোস্ট করে নিজের দুঃখের কথা জানিয়েছিলেন। এই রিলই যে প্রাণঘাতী হয়ে উঠবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের (Jabalpur) বাসিন্দা ইন্দ্রকুমার তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পত্তির কথা জানতে পেরে তা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করে এক মহিলা। ইন্দ্রকুমারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাঁকে বিয়ের প্রস্তাব দেয় এই মহিলা। সেই প্রস্তাবে রাজি হয়ে যান ইন্দ্রকুমার। তিনি বিয়ে করতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে (Gorakhpur) যান। বিয়েও হয়। কিন্তু সেই বিয়ে যে সাজানো, পুরোটাই নাটক, তা বুঝতে পারেননি ইন্দ্রকুমার। বিয়ের পরেই তাঁকে খুন করে নর্দমায় দেহ ফেলে দেওয়া হয়। পরে কুশীনগরে (Kushinagar) দেহ উদ্ধার হয়।
কীভাবে ঘটনার কিনারা করল পুলিশ?
পুলিশ জানিয়েছে, ৬ জুন নর্দমা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে জব্বলপুরের এক নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে গিয়ে এই খুনের কথা জানা যায়। এই ঘটনার মূল চক্রান্তকারী সাহিবা বানো নামে এক মহিলা। সে জাল আধার কার্ড ব্যবহার করে নিজের পরিচয় দেয় খুশি তিওয়ারি বলে। তার কথায় বিশ্বাস করে গোরক্ষপুরে যান ইন্দ্রকুমার। সেখানে দুই সঙ্গীকে নিয়ে বিয়ের নাটক সাজায় সাহিবা। তারপরেই ইন্দ্রকুমারকে খুন করা হয়।
গ্রেফতার সাহিবা ও তার সঙ্গীরা
পুলিশ জানিয়েছে, সাহিবার পরিকল্পনা ছিল, বিয়ের ছবি দেখিয়ে ইন্দ্রকুমারের জমি হাতিয়ে নেবে। কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়। তার দুই সঙ্গীও গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে একজনের নাম কুশল। সে চলতি বছরের গোড়ায় এমনই এক সাজানো বিয়ের সঙ্গে জড়িত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সে টাকার জন্যই ইন্দ্রকুমারকে খুন করতে রাজি হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


