
Uttar Pradesh : ঘিরে ধরল যোগী-পুলিশ! বরেলি তো অনেক দূর, এক ইঞ্চি নড়তেই দিল না প্রশাসন
Uttar Pradesh : এদিন বরেলি যাওয়ার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান ও জিয়াউর রহমান বারাক। গাজিয়াবাদে সাংসদ ইকরা হাসানকে আটকে দিল ইউপি পুলিশ। অন্যদিকে সম্ভল থেকে নড়তেই দিল না জিয়াউর রহমান বারাককে পুলিশ।
Uttar Pradesh : বরেলিতে 'আই লাভ মহম্মদ' বিতর্কের পর হিংসার ঘটনার তদন্তে নেমে পুলিশ ৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে এদিন বরেলি যাওয়ার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান ও জিয়াউর রহমান বারাক। গাজিয়াবাদে সাংসদ ইকরা হাসানকে আটকে দিল ইউপি পুলিশ। অন্যদিকে সম্ভল থেকে নড়তেই দিল না জিয়াউর রহমান বারাককে পুলিশ। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা।