তারপর সেটি হাওড়া এসে পৌঁছয় রাত ৮.৩০ মিনিট নাগাদ। ঘণ্টায় ৭৭ কিমি বেগে ছোটে হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস। তবে এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি।
1212
কোন কোন স্টপেজে দাঁড়ায়?
হাওড়া থেকে পুরীগামী বন্দে-ভারত এক্সপ্রেসটি ছাড়ার পর, প্রথম স্টপেজ হল খড়্গপুর। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি। ঠিক একইভাবে পুরী থেকে হাওড়া ফেরার পথেও একই স্টপেজগুলিতে থামে ট্রেনটি।