Vande Bharat Express Ticket Price: ভাড়া কমছে বন্দে ভারতের? যাত্রীদের জন্য বড় খবর
Vande Bharat Express Ticket Price: গত ২০১৯ সাল থেকে পথচলা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস (vande bharat express)।

তবে এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশি
তবে এটাও ঠিক যে, ভাড়া যেমন বেশি, ঠিক তেমনই দুর্দান্ত পরিষেবা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য।
কিন্তু এই অতিরিক্ত ভাড়ার দরুণ
অনেকের ইচ্ছে থাকলেও এই ট্রেনে চড়তে পারেন না (vande bharat express ticket price drop news)।
কিন্তু দেশের মানুষের কথা অবশ্যই ভাবছে রেল
তাই এবার বন্দে ভারতের টিকিটের ভাড়া কমানোর জন্য চিন্তাভাবনা শুরু করল তারা।
সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই প্রিমিয়াম ট্রেনের ভাড়া কমাতে পদক্ষেপ নিতে পারে রেল
বন্দে ভারত এক্সপ্রেস ১০ ঘন্টারও কম সময়ে, ৮০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা শহরগুলিকে সংযুক্ত করে নির্বাচিত একটি রুটে চলাচল করে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে, বন্দে ভারত এক্সপ্রেসের মোট ১৩৬টি পরিষেবা চালু রয়েছে
এই ট্রেনটি মূলত, আরামদায়াক ভ্রমণের জন্য বিখ্যাত (vande bharat express ticket cancellation charges)।
সূত্রের খবর, ভাড়া কমানোর জন্য যে সমস্ত বিষয় মাথা রাখা যেতে পারে, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা চলছে
অর্থাৎ, যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই ভাবনাচিন্তা করছে রেল মন্ত্রক।
সরকারের তরফ থেকে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি
তবে এখনও পর্যন্ত ভাড়া কমানোর বিষয়ে সরকারের তরফ থেকে কোনওরকম বিবৃতি জারি করা হয়নি।
ভাড়া কমানোর জন্য সম্ভাব্য পথ কোনগুলি?
আয়ের একাধিক স্তরের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা যেতে পারে (vande bharat express route)।
ভর্তুকি প্রবর্তন করা যেতে পারে
তাছাড়া একটি স্তরবদ্ধ হার পরিকাঠামো বাস্তবায়ন অন্তর্ভুক্ত করা যেতে পারে (vande bharat sleeper coach)।
এবার বাকিটা উত্তর দেবে সময়
তবে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমতে পারে বলে সূত্রের খবর।
