'এই দেশের সংস্কৃতিই সর্বশ্রেষ্ঠ', জানালেন 'গর্বিত' ভারতীয় মুসলমানরা - কী উঠে এল সমীক্ষায়

ভারতীয় সংস্কৃতিই সর্বশ্রেষ্ঠ

জানিয়ে দিলেন ভারতীয় মুসলমানরা

সম্প্রতি ভারতের ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে এক সমীক্ষা করেছিল পিউ রিসার্চ সেন্টার

ধর্মীয় অসহিষ্ণুতা কী জানালেন সমীক্ষায় অংশগ্রহণকারীরা

বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এই সমীক্ষায় কিন্তু অংশগ্রহণকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ভারতে সকল ধর্মের মানুষ নির্দ্বিধায় জীবনযাপন ও ধর্ম পালন করতে পারে।

'ভারতীয়রা নিখুঁত নন, কিন্তু ভারতীয় সংস্কৃতি সর্বশ্রেষ্ঠ।' মার্কিন থিঙ্কট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center)-এর করা এর সাম্প্রতিক সমীক্ষায় মুসলমান জনগোষ্ঠীর অধিকাংশ এমনই মত প্রকাশ করেছেন। এর আগে মোদী সরকারের আমলে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এই সমীক্ষায় কিন্তু অংশগ্রহণকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ভারতে সকল ধর্মের মানুষ নির্দ্বিধায় জীবনযাপন ও ধর্ম পালন করতে পারে।

Latest Videos

'ভারতীয়রা নিখুঁত নন, কিন্তু ভারতীয় সংস্কৃতি সর্বশ্রেষ্ঠ।' মার্কিন থিঙ্কট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center)-এর করা এর সাম্প্রতিক সমীক্ষায় মুসলমান জনগোষ্ঠীর অধিকাংশ এমনই মত প্রকাশ করেছেন। এর আগে মোদী সরকারের আমলে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এই সমীক্ষায় কিন্তু অংশগ্রহণকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত ভারতে সকল ধর্মের মানুষ নির্দ্বিধায় জীবনযাপন ও ধর্ম পালন করতে পারে।

কোভিড-১৯ অতিমারি শুরুর আগে, ২০১৯ সালের ১৭ নভেম্বর থেকে ২০২০-র ২৩ মার্চের মধ্যে ভারতের সব রাজ্যে ১৭ টি ভাষায় এই সমীক্ষা করা হয়েছিল। বিভিন্ন ধর্মের প্রায় ৩০,০০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। আর তাঁরা জানিয়েছেন ধর্মীয় সহিষ্ণুতা ভারতীতের জাতীয়তাবাদের অন্যতম শর্ত। 'সত্যিকারের ভারতীয়' হতে গেলে সকল ধর্মকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহনশীলতা ভারতীয়দের নাগরিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও বটে। কারণ, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা তাদের নিজ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এই বিষয়ে একমত হয়েছেন সকল ধর্মের ভারতীয়রাই।

সমীক্ষা অংশ নেওয়া মুসলমানদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই জানিয়েছেন, ভারতীয় হিসাবে তাঁরা গর্বিত। ভারতীয় সংস্কৃতি নিয়ে তাঁদের ব্যাপক উৎসাহ রয়েছে। তাঁরা মনে করেন ভারতীয়রা নিখুঁত না হলেও, ভারতীয় সংস্কৃতিই হল শ্রেষ্ঠ। তাহলে কি সত্যিই কোনও ধর্মীয় বৈষম্য নেই ভারতে? না, সমীক্ষায় প্রায় এক চতুর্থাংশ মুসলমান দাবি করেছেন যে, তাঁদের সম্প্রদায়ের মানুষ, ভারতে 'ব্যাপক' বৈষম্যের শিকার হন। তবে, প্রায় সমপরিমাণ, ২১ শতাংশ হিন্দুও বলেছেন, হিন্দুরা ভারতে ব্যাপক ধর্মীয় বৈষম্যের সম্মুখীন।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, সকল ধর্মের ভারতীয়রাই অন্য ধর্মকে সম্মান করলেও, অন্য ধর্মের সঙ্গে তাদের নিজেদের ধর্মের বিশেষ মিল নেই বলেই মনে করেন। শুধু তাই নয়, অন্য ধর্মের মানুষদের থেকে আলাদাই থাকতে বেশি পছন্দ করেন। প্রায় সকল ধর্ম নির্বিশেষে, আন্তঃধর্ম বিবাহে আগ্রহী নন অধিকাংশ মানুষ। ঘনিষ্ঠ বন্ধু বাছাই-এর ক্ষেত্রেও অধিকাংশেরই পছন্দ তাদের নিজস্ব ধর্মের মানুষ। স্বল্পসংখ্যক ভারতীয় আবার, প্রতিবেশী হিসেবে শুধুমাত্র নিজস্ব ধর্মাবলম্বীদেরই চেয়েছেন।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury