Jagdeep Dhankhar: নৈনিতালে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ, এখন কেমন আছেন জগদীপ ধনকড়?

Published : Jun 25, 2025, 08:14 PM ISTUpdated : Jun 25, 2025, 08:42 PM IST
Vice President Jagdeep Dhankhar

সংক্ষিপ্ত

Vice-President Jagdeep Dhankhar: অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Governor) তথা বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি বুধবার উত্তরাখণ্ডের নৈনিতালে (Nainital) গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

Vice-President Jagdeep Dhankhar fainted: দেশের অন্যতম জনপ্রিয় শৈলশহর নৈনিতালে (Nainital) গিয়ে অসুস্থ হয়ে পড়লেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice-President Jagdeep Dhankhar)। তিনি বুধবার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের (Kumaon University) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে যান। এই অনুষ্ঠানে ভাষণ দেন উপরাষ্ট্রপতি। এরপরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞা হারান উপরাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসকরা। তাঁরা দ্রুত ব্যবস্থা নেন। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উপরাষ্ট্রপতির জ্ঞান ফিরে আসে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনি রাত কাটাবেন। উপরাষ্ট্রপতির অসুস্থতার খবরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়। তবে উপরাষ্ট্রপতির আপাতত শারীরিক কোনও বিপদের আশঙ্কা নেই। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঠিক কী হয়েছিল?

কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ছাড়াও ছিলেন প্রাক্তন সাংসদ তথা উত্তরাখণ্ড হাইকোর্টের (High Court of Uttarakhand) আইনজীবী মহেন্দ্র সিং পাল (Mahendra Singh Pal)। ১৯৮৯ সালে ধনকড় ও মহেন্দ্র। নৈনিতালের সাংসদ ছিলেন মহেন্দ্র। রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনুর (Jhunjhunu) সাংসদ ছিলেন ধনকড়। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। বুধবার পুরনো বন্ধুকে দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ধনকড়। তিনি কথা বলার সময় পুরনো বন্ধুর কাঁধে মাথা দিয়েই সংজ্ঞা হারান। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে যান চিকিৎসকরা। উপরাষ্ট্রপতির চিকিৎসা শুরু হয়। এরপর তিনি স্থিতিশীল অবস্থায় ফেরেন।

৩ দিনের নৈনিতাল সফরে উপরাষ্ট্রপতি

তিন দিনের সফরে বুধবারই নৈনিতালে পৌঁছন উপরাষ্ট্রপতি। প্রথম দিনই তিনি অসুস্থ হয়ে পড়লেন। তবে সফরসূচি বাতিল করে দিল্লি ফিরছেন না। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকদের চিন্তা কিছুটা কমেছে। তবে ধনকড়ের শারীরিক অবস্থার উপর নজর রেখেছেন চিকিৎসকেরা। তবে তিনি ঠিক কী কারণে তিনি আচমকা সংজ্ঞা হারান, সে বিষয়ে কিছু জানা যায়নি। ৭৪ বছর বয়সি ধনকড় ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তার আগে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঝুনঝুনুর সাংসদ হিসেবে ছিলেন তিনি। একসময় সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন ধনকড়

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত
ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া