Viral Video: নামাজ পড়ার সময়ই দিল্লি পুলিশের পরপর লাথি! দেখুন সেই মর্মান্তিক ভিডিও

Published : Mar 08, 2024, 05:45 PM IST
Video of kicking praying Muslims goes viral Delhi Police officer suspended bsm

সংক্ষিপ্ত

দিল্লির ইন্দ্রলোকের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ কর্মীর আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সাংঘাতিক ভিডিও। যা দেখে আঁতকে উঠেছে অনেক নেটিজেন। তাতেই সাসপেন্ড হতে হল দিল্লি পুলিশের এক সদস্যদকে। শুক্রবার দিল্লির ইন্দ্রলোক এলাকায় রাস্তায় বলে জুম্মার নামাজ পড়ছিল মুসলিম সম্প্রদায়ের এক দল মানুষ। সেখানেই তাদের রাস্তা থেকে তোলার জন্য ঘটনাস্থলে আসে একদল পুলিশ কর্মী। এক পুলিশ কর্মীকে লাথি মারতেও দেখা যায়। যা সোশ্যাল মিডিয়ায় নিমেশেই ভাইরাল হয়ে গেছে। অনেকেই সমালোচনা করেছেন দিল্লি পুলিশের।

দিল্লির ইন্দ্রলোকের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ কর্মীর আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। যদিও পুলিশের লাথি খেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দ্রুত সেখান থেকে উঠে যায়। কিন্তু পরে দিল্লি পুলিশের অভিজানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদে সামিল হয়। দেখুন সেই মর্মান্তিক ভিডিওঃ

 

 

 

এই ঘটনার তীব্র সমালোচনা করেছে অনেকে। যার মধ্যে রয়েছে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথ। তিনি বলেছেন, অমিত শাহের দিল্লি পুলিশের নীতি হল শান্তি, সেবা, ন্যায়বিচার, অধ্যাবসয়ারেসঙ্গে কাজ করা। নেটিজেনদের মতে তিনি কটাক্ষ করেই এমন কথা লিখেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি ঘটনার নিন্দা করেছেন। বলেছেন, দিল্লি পুলিশকে অবশ্যই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, যিনি নামাজ পড়া মুসলমানদের লাথি মেরেছিলেন। এই ঘৃণা মেনে নেওয়া যায় না বলেও তিনি দাবি করেছেন।

নামাজের ভিডিও ভাইরাল হওয়ার পরই মুসলিম সম্প্রদায়ের একাংশ ইন্দ্রলোক এলাকায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘৃণ্য ভিডিওটি। যদিও দিল্লি পুলিশের ডিসিপি উত্তর মনোজ মীনা বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট পুলিশকর্মীর হাতেই ছিল পুলিশ পোস্টের দায়িত্ব। তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন।

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর