ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গত সপ্তাহতেই আইসিআইসিআই-এর প্রাক্তন সিইও এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছিল সিবিআই। এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল চন্দা কোছরের স্বামী দীপক কোছরেকেও।
সিবিআই-এর হাতে গ্রেফতার ভিডিয়োকনের মালিক বেণুগোপাল ধুত। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠছে বেণুগোপালের বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে তিন হাজার ২৫০ কোটি টাকা ধার নিয়ে প্রতারণা করা অভিযোগ উঠেছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গত সপ্তাহতেই আইসিআইসিআই-এর প্রাক্তন সিইও এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছিল সিবিআই। এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল চন্দা কোছরের স্বামী দীপক কোছরেকেও। এবার এই মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন ভিডিয়োকন কর্ণধার।
সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ মামলা। এবর এক সপ্তাহের ব্যবধানে পরপর তিন হেভি ওয়েটের গ্রেফতারিতে নতুন মোড় নিয়েছে এই মামলা। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন চন্দা। ২০১৮ সালে অভিযোগ ওঠে চন্দা, তাঁর স্বামী দীপক বেণুগোপালের সংস্থাকে এই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলে। এরপরই ২০১৮ সালের অক্টোবর মাসে চন্দাকে বরখাস্ত করে আইসিআইসিআই ব্যাঙ্ক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চন্দা ও তাঁর স্বামী দীপক।
সূত্রের খবর দীপর কোছরকে আগেই গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআই-এর হাতে ফের গ্রেফতার হন তিনি। রবিবারই মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় তাঁদের। তিন দিনের জন্য সিবিআই হেফাজতে রাখা হয় তাঁদের। এরপরই সোমবার গ্রেফতার করা হয় বেণুগোপাল ধুত।