সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত কানপুর, বিজেপি নেত্রীর মন্তব্যের কারণেই অরাজকতা বলে অভিযোগ

হিংসায় উত্তপ্ত কানপুর।  হিংসার কারণে এখনও পর্যন্ত প্রায় ৬ জন আহত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইয়াতিমখানার কাছে বেকনগঞ্জ এলাকায় পুলিশ লাঠিচার্জ করে। 

Saborni Mitra | Published : Jun 3, 2022 1:03 PM IST

হিংসায় উত্তপ্ত কানপুর।  হিংসার কারণে এখনও পর্যন্ত প্রায় ৬ জন আহত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইয়াতিমখানার কাছে বেকনগঞ্জ এলাকায় পুলিশ লাঠিচার্জ করে। তারপরই রীতিমত গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে রাস্তায় নেমে  আসে প্রচুর মানুষ। এই ঘটনায় প্রায় ১৬ জনকে আটক করা হয়েছে দ্রুত হাসরাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সবমিলিয়ে পরিস্থিত অগ্নিগর্ভ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন ডিবেটে মুসলিম ধর্মের প্রধান নবী মহম্মদকে অপমান করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে এদিন জুম্মার নামাজের পর দোকান বন্ধ করে দেয়। বার করা হয় মিছিল। তাতে বাধা দেয় প্রশাসন। সেই সময়ই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। মোতায়েন করা হয়েছে । 

Latest Videos

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। কিন্তু পুলিশ সেই মিছিল লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাল্টা পুলিশের অভিযোগ মিছিল থেকে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

মহারাষ্ট্রের বিজেপি নেতা নুপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে  নবী মোহম্মদকে অপমান করার অভিযোগ তুলে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে নুপুর শর্মা সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন। চলমান জ্ঞানবাপী সমজিদ বিতর্ক নিয়ে তিনি বলেছিলেন, যে মুসলামের ধর্মীয় বই থেকে কিছু জিনিস তুলে তাদের উপহাস করা যেতে পারে। যেহেতু তারা হিন্দুদের বিশ্বাসকে আঘাত করেছে। কারণ জ্ঞানবাপীতে পাওয়া শিবলিঙ্গকে তারা ফোয়ারার সঙ্গে তুলনা করেছে। 

নুপুর শর্মার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত ক্ষোভের সঞ্চার হয়েছে। পাল্টা নুপুর শর্মার অভিযোগ তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি গোটা বিষয়টি জানিয়েছেন দিল্লি পুলিশকে। 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি