রঙবেলুনের আঘাতে উল্টে গেল অটো, নাচতে নাচতে নিজের বুকেই ছুরি মদ্যপের - ভাইরাল হোলির ভিডিও

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপতে (Baghpat) রঙবেলুনের আঘাতে উল্টে গেল অটো আর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore) মদ্যপ অবস্থায় নিজের বুকেই ছুরি মেরে মারা গেলেন এক ব্যক্তি। হোলির (Holi 2022) দিনের দুটি ঘটনার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। 
 

হোলি (Holi 2022) হল রঙের উৎসব। সারা ভারত এই দিন মেতে ওঠে রঙের খেলায়। কিন্তু, দায়িত্বজ্ঞানহীনতা সেই উৎসবকেই দুঃস্বপ্নে পরিণত করে দিতে পারে। আনন্দের মুহূর্ত বদলে যেতে পারে বিষাদে। গত শুক্রবারই ভারতে ২০২২ সালের হোলি উৎযাপিত হয়েছে। আর এই দিনের দুটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। দুটিই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হোলির আনন্দে আত্মহারা হয়ে অসতর্ক হয়ে পড়লে কী বিপদ ঘটে যেতে পারে। 

প্রথম ভিডিওটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপত (Baghpat) জেলার। সংবাদ সংস্থা এএনআই, এই ভাইরাল ভিডিওটি টুইটারে শেয়ার করেছে। ২২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, রাস্তার ধারে কয়েকজন যুবক হাতে রঙ-বেলুন (Water Baloons) নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। একটি যাত্রী ভর্তি দ্রুতগামী অটো তাদের কাছাকাছি আসতেই ওই যুবকরা একসঙ্গে অনেকগুলি রঙ-বেলুন ওই অটোটিকে লক্ষ্য করে ছোঁড়ে। বেলুনগুলি অটোটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারান অটো-চালক। দ্রুতগামী অটো উল্টে যায় এবং সেই অবস্থায় রাস্তা দিয়ে কয়েক মিটার এগিয়ে গিয়ে তারপর থামে। এই ঘটনায় দুই অটো-আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

Latest Videos

আরও পড়ুন - দোল উদযাপনে যোগীর গান - বাজাতেই শুরু হিন্দু-মুসলিম সংঘর্ষ, তুলকালাম আমরোহায়

আরও পড়ুন - তরুণীর তুমুল কোমরের দোলায় থেমে গেল ট্রাফিক - ব্যবস্থা নিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, দেখুন ভিডিও

আরও পড়ুন - স্ত্রী মহিলা নন, যোনীর বদলে আছে শিশুর লিঙ্গ - সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদ চাইলেন স্বামী

এদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, বাগপত পুলিশ সেই ভিডিওর ভিত্তিতে এই ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বাগপতের এক পুলিশ কর্তা জানিয়েছেন, পুলিশ ভিডিওটির বিষয়ে তদন্তে নেমেছে। এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি রঙ-বেলুন অটোর সামনের কাচে লাগে। ফলে চালক কিছু দেখতে পাচ্ছিলেন না। তাই, তিনি আচমকা ব্রেক মেরে অটোরিক্সাটি দাঁড় করিয়ে দিতে গিয়েছিলেন। অটোর গতি বেশি থাকায়, চালক ব্রেক লাগালে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দ্বিতীয় ঘটনাটি আরও ভয়ঙ্কর। এটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) বনগাঙ্গা এলাকায়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, হোলি উদযাপন করতে গিয়ে, চূড়ান্ত মদ্যপ অবস্থায় এক ব্যক্তি নিজের বুকেই ছুরিকাঘাত করছেন। ২৩ সেকেন্ডে ওই ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে মাতাল অবস্থায় চার বন্ধু নাচছেন। হলুদ জামা পরা এক ব্যক্তির হাতে একটি ছুরি। গানের তালে তালে সে ওই ছুরিটি নিজের বুকেই চারবার বসিয়ে দেয়। পরবর্তী অংশে তাঁর জামা রক্তে ভেসে যেতে দেখা গিয়েছে। 

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল সোলাঙ্কি, বয়স ৩৮ বছর। দুর্ঘটনাবশত ওই ছুরিকাঘাতের পর, তাঁকে তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা দ্রুত শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (Shri Aurobindo Institute of Medical Sciences) নিয়ে গিয়েছিলেন। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাজেই হোলির আনন্দে মাতুন, তবে আত্মহারা হবেন না।  
 

Share this article
click me!

Latest Videos

প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly
Asianet News Bangla Live Stream
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti