Viral Video: মহিলাদের সঙ্গে এ কি করছেন প্রৌঢ়! ভাইরাল ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভ

Published : Oct 31, 2023, 10:01 AM ISTUpdated : Oct 31, 2023, 12:01 PM IST
bengaluru

সংক্ষিপ্ত

এই ব্যক্তিই আরও কতও মহিলা বা শিশুদের যৌন হেনস্থা করেছেন বা এর পরেও করতে থাকবেন, সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন নেটিজেনরা।

ট্রামে -বাসে -বাড়িতে -অফিসে, সর্বত্র মহিলা এবং শিশুদের যৌন হেনস্থা করা এক আকছাড় ঘটনা। কেউ কেউ এর প্রতিবাদ করে ওঠেন, কেউ আবার নিঃশব্দে মেনে নেন। কিন্তু, এদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা নিজের আচমকা হেনস্থার কথা বুঝেই উঠতে পারেন না। ঠিক যেমনটা ঘটেছে বেঙ্গালুরুর একটি শপিং মল-এ। 
-

বেঙ্গালুরুর বিখ্যাত ‘লুলু’ নামের শপিং মলের ভেতরে ছোট শিশুদের খেলার জায়গায় ধোপদুরস্ত প্যান্ট- শার্ট এবং হাতে ঘড়ি পরে চারিদিকে তাকাতে তাকাতে ঘুরে বেরাচ্ছিলেন এক ৫৫-৬০ বছর বয়সি প্রৌঢ়। সেখানেই মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন এক মহিলা। তাঁর আনমনা থাকার সুযোগ নিয়ে হঠাৎ করেই অশ্লীল এবং ইচ্ছাকৃতভাবে তাঁর নিতম্বে হাত দিয়ে চলে গেলেন ওই প্রৌঢ়। 
-

সোশ্যাল মিডিয়ায় তাঁর কুকীর্তির ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা গেছে যে, নিজের কাণ্ড সম্পর্কে এতটুকুও ভয়ার্ত নন ওই ব্যক্তি। মহিলাকে যৌন হেনস্থা করার পর আবার শিশুদের খেলার জায়গার ভিড়ে মিশে যান তিনি। এই ব্যক্তিই আরও কতও মহিলা বা শিশুদের যৌন হেনস্থা করেছেন বা এর পরেও করতে থাকবেন, সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন নেটিজেনরা। ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টায় আছে বেঙ্গালুরুর মগদি রোড পুলিশ। 



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি