ফুচকার মালা আর মুকুটে সেজে উঠলেন দেশী বৌমা, নিমেষে ভাইরাল বিয়ের সেই ভিডিও

Published : Jul 08, 2021, 04:43 PM IST
ফুচকার মালা আর মুকুটে সেজে উঠলেন দেশী বৌমা, নিমেষে ভাইরাল বিয়ের সেই ভিডিও

সংক্ষিপ্ত

ফুচকা প্রেম প্রকাশ পেল নতুন বধূর  সেজে উঠলেন ফুচকার মালায়  বিয়ের আচারেও রয়েছে ফুচকা বিয়ের ছবি ভাইরাল নেটদুনিয়ায়

আমার আর আপনার মত কমবেশি সব ভারতীয় স্ট্রিটফুড পছন্দ করে। কলকাতা থেকে দিল্লি এমনকি চেন্নাইতেও  রাস্তার খাবার গুলির মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে ফুচকা। কলকাতায় যা ফুচকা কোথাও তা পানিপুরি। কোথাও আবার গোলগাপ্পা নামে পরিচিত। নামে আর কী বা এসে যায়। ৮-৮০ ফুচকা প্রেম প্রায় সকলেওই রয়েছে। কিন্তু তা-বলে ফুচকার জন্য এমন পাগলাগি! সেটা খুব একটা দেখা যায় না। 

নিজের  ফুচকা প্রীতিকে বিয়ের পিড়িতে নিয়ে এল এক নববধূ। রাস্তার এই খাবারটি দিয়েই নববধূর সাজে সেজেছেন তিনি। আর সেই বিয়ের ভিডিও মন কড়েনিয়েছেন নেটিজেনদের। ইতিমধ্যেই ভাইরাল সেই বিয়ের ভিডিওটি। ভিডিওটিকে রয়েছে এক ভারতীয় কনে ফুলের মালা বা মুকুল পরে বিয়ে না করে পরিবর্তে ব্যবহার করেছিলেন ফুচকার মালা আর মুকুটে। এখানেই শেষ নয় বিয়ের আচার অনুষ্ঠানেও ব্যবহার করা হয়েছে ফুচকা। 

ভাইরাল হওয়ার ভিডিওটি কনের মেকআপ শিল্পি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছেন মেকআপ করা হয়েছে তিনটের সময়ই সেই সময়ই এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল। ইতিমধ্যেই ভিডিওটি ৪.৮ মিলিয়নবার দেখা হয়েছে। দক্ষিণ ভারতীয়ে এই বিয়ের অনুষ্ঠানই নেটিজেনদের আলোচনার বিষয়। 

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর