Viral News: বিমানবন্দরে তুলকালাম! দেরি করে এসে হাত তুলে কর্মীদের ওপর তারস্বরে চিৎকার দম্পতির

Published : Sep 18, 2023, 07:23 PM IST
viral video

সংক্ষিপ্ত

প্রয়োজনীয় সময়ের পরে বিমানবন্দরে এসে পৌঁছলেন এক ব্যক্তি এবং এক মহিলা। আসার পর কর্মীদের সঙ্গে লেগে গেল তাঁদের বচসা। 

বিমানের মধ্যে বিভিন্ন ধরনের কাণ্ডকারখানার খবর তো বেরিয়েই থাকে, কিন্তু, বিমানে ওঠার আগে বিমান বন্দরেই এবার ঘটে গেল চূড়ান্ত অশান্তির ঘটনা। দেরি করে এসে বিমান বন্দরে তুলকালাম বাধিয়ে দিলেন এক দম্পতি। 

মুম্বই থেকে যাওয়ার কথা ছিল অহমদাবাদে। সেই অনুযায়ী ধরার কথা ছিল বিমান। কিন্তু, প্রয়োজনীয় সময়ের পরে এসে পৌঁছলেন এক ব্যক্তি এবং এক মহিলা। আসার পর বিমানবন্দরের কর্মীর সঙ্গে লেগে গেল তাঁদের বচসা। বচসা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে ওই ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকা সমস্ত ব্যক্তির সামনেই কর্মীদের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকেন। 

সেই ঘটনার দৃশ্য ভিডিও রেকর্ড করতে থাকেন বিমানবন্দরে উপস্থিত থাকা অন্য কোনও এক ব্যক্তি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই ব্যক্তিকে বারবার হাত তুলে জোর গলায় চিৎকার করতে দেখা যায়। কিন্তু, তাঁর চিৎকারের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের কর্মীকে দেখা যায় শান্ত থাকতে। তিনি অতি শান্তভাবে দেরি করে আসা যাত্রীর সঙ্গে কথা বলতে থাকেন। 
 


আরও পড়ুন- 

Ganesh Puja: ভগবান গণেশের সঙ্গে লাল রঙের সম্পর্ক কী? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
পেট চালানোর তাগিদ, ছোট্ট ভাইকে কাঁধে নিয়েই ভ্যান চালাচ্ছে শিশু! ভাইরাল ভিডিও দেখে চোখে জল সবার
Ganesh Kartikeya Story: দাদা কার্তিকের সঙ্গে ব্যাপক ঝগড়া বেঁধে গেল দেবতা গণেশের, শিব-পার্বতী কী করলেন তারপর?

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo