৬ রাজ্যের ৭ আসনে বিধানসভা নির্বাচন ৩ নভেম্বর , ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন সোমবার ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ৩ নভেম্বর ভোট গ্রহণ হবে। তিন দিন পরে অর্থাৎ ৬ নভেম্বর ফল প্রকাশ হবে। 

Saborni Mitra | Published : Oct 3, 2022 11:25 AM IST

নির্বাচন কমিশন সোমবার ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ৩ নভেম্বর ভোট গ্রহণ হবে। তিন দিন পরে অর্থাৎ ৬ নভেম্বর ফল প্রকাশ হবে। 

যে আসনগুলিতে নির্বাচন হবে সেগুলি হল- বিহারে  মোকামা ও গোপালগঞ্জ, মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব, হরিয়ানাক আদমপুর, তেলাঙ্গনার মুনুগোদে, উত্তর প্রদেশের গোলা গোক্রনাথ ও ওড়িশার ধামনগড়। 

নির্বাচন কমিশন জানিয়েছে এই সাতটি আসন বেশ কয়েক মাস ধরেই খালি। আর সেই কারণে নির্বাচনের প্রয়োজন ছিল। রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক অনন্ত কুমারের মৃত্যু হওয়ার কারণে ওই আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। অন্যদিকে গোপালগঞ্জ আসন ফাঁকা হয়ে যায় বিজেপির বিধায়ক সুভাষ সিং-এর মৃত্যুতে। আন্ধেরি পূর্ব, গোলা গোক্রনাথ এবং ধামনগর এই কেন্দ্রগুলির বিধায়করা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। একই কারণে খালি হয়েছিল আদমপুর ও মুনুগোদে। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৭ অক্টোবর। ১৪ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে। ১৭ অক্টোবর বা তার আগে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ৭ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

শত্রুপক্ষের ওপর চাপ বাড়াতে ভারতীয় সেনার বিশেষ অস্ত্র লাইট কমব্যাট হেলিকপ্টার, জানুন LCH-র বিশেষত্ব

মহানবমীতে কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ, জম্মু ও বৈষ্ণোদেবী মন্দিরেও যাবেন তিনি

আজ বিকালে দক্ষিণবঙ্গের ৪ আর উত্তর বঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে অবশ্যই ছাতা রাখবেন

Share this article
click me!