ভয়ঙ্কর ভূমিধসের Viral Videoটি দেখুন, প্রাণ নিল ৯ পর্যটকের, ভাসিয়ে নিয়ে গেল একটি সেতু

Published : Jul 25, 2021, 05:40 PM IST
ভয়ঙ্কর ভূমিধসের Viral Videoটি দেখুন, প্রাণ নিল ৯ পর্যটকের, ভাসিয়ে নিয়ে গেল একটি সেতু

সংক্ষিপ্ত

হিমাচল প্রদেশে একাধিক ভূমিধসের ঘটনা। কমপক্ষে ৯ পর্যটকের মৃত্যু হয়েছে। সেই ঘটনারই ভিডিও ভাইরাল।

একটি ভয়ঙ্কর ভূমিধসে প্রায় লন্ডভন্ড হয়ে গেল হিমাচল প্রদেশের সাঙ্গলা উপত্যকার বিস্তীর্ণ এলাকা। ভূমিধসের কারণে কমপক্ষে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১২। একটি সেতুর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে নদীর জলে। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ। আর সেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। 

প্রাথমিক অনুমান হোটেলে থাকা কোনও পর্যটকই প্রাকৃতিক দুর্যোগের ভিডিওটি রেকর্ড করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে নদীর ওপারে পাহাড়ের ওপর থেকে আচমকাই বড় বড় বোল্ডার আর পাথরের টুকরো নেমে আসছে। তীব্র গতিতে নেমে আসা পাথর হোটেলেও ঢুকে পড়েছে। ভয় পেয়ে রীতিমত আর্তনাদ করেছে উঠেছেন পর্যটকরা। বেশ কিছু পাথর গিয়ে পড়তে নদীতে। সেতুর একাংশ ভেঙে গেছে। গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। 

জঙ্গিদের মদত করতেই ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, আরও চাঞ্চল্যকর তথ্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে

স্বামী রাজ কুন্দ্রার মুখোমুখি বসিয়ে জেরা শিল্পাকে, ৬ ঘণ্টা পর ছাড়া পেলেন বলি অভিনেত্রী

'ভালোবাসার শাস্তি', কিশোরের যৌনাঙ্গ কেটে পিটিয়ে হত্যা করল প্রেমিকার আত্মীয়রা

কিন্নোরের পুলিশ সুপার জানিয়েছেন প্রায় ১১জন মালিক জানিয়েছেন তাঁদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওযা হয়েছে। সাম্পতি কয়েকজন ভারী বৃষ্টি হয় হিমাচাল প্রদেশে। আবহাওয়া অফিস ভূমিধসের সতর্কতা জারি করেছে। বেশ কয়েক বছর ধরেই হিমাচলে ভূমিধসের ঘটনা ঘটছে। তা নিয়ে চিন্তিত প্রকৃতি প্রেমীরা। 

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না