দীপোৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির, সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভিডিওতে দেখা যাচ্ছে রাম মন্দির নির্মাণ কাজ চললেও দীপোৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্ত্বর। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এইদিন বিশেষ আরতি করেন।

 

২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রাম লালার আনুষ্ঠানিক অভিষেক। তার আগেই দীপাবলি উপলক্ষ্যে অন্যান্য বছরের মত এবারও সেজে উঠেছে রামের শহর অযোধ্যা। তবে এবার দীপাবলি উপলক্ষ্যে এই শহরের বিশেষ আকর্ষণ রাম মন্দির। ইতিমধ্যেই নির্মাণরত রাম মন্দিরের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এখনই রাম মন্দির নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে রাম মন্দির নির্মাণ কাজ চললেও দীপোৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্ত্বর। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এইদিন বিশেষ আরতি করেন।

Latest Videos

 

 

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জানিয়েছে আগামী বছর ২২ জানুয়ারি রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের ভূমি পুজো হয়েছিল তাঁরই হাতে। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে দেশের রামভক্তদের বিশেষ আমন্ত্রণও জানান হয়েছে। ইতিমধ্যেই গোটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার।

আকএসএসএর জাতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর বলেছেন, আমাদের শ্রদ্ধেয় ভগবান শ্রী রামের একটি মহৎ মন্দির অযোধ্যায় নির্মিত হচ্ছে এবং মূর্তি বিসর্জন অনুষ্ঠান ২২ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে৷ এটি বিদেশে বসবাসকারীরা সহ আমাদের সকলের জন্য অনেক আনন্দের মুহূর্ত হবে৷ বছরের পর বছর প্রচেষ্টায়, অযোধ্যায় আমাদের ভগবান শ্রী রামের একটি মহৎ মন্দির তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেছেন, যাঁরা এই দিন অযোধ্যায় উপস্থিত থাকবেন না, তারা যেন নিজের নিজের এলাকার মন্দিরে গিয়ে বিশেষ পুজো দিয়ে আসেন। রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে একটি উৎসবে পরিণত করতে চাইছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি।

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন