উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা, আগামী কয়েকদিন আরও নামবে পারদ

Published : Jan 04, 2026, 08:51 AM IST

India Winter Forecast: নতুন বছরের শুরুতেই দেশজুড়ে আবহাওয়ার মেজাজ একেবারে চরমে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ  অর্থাৎ ৪ জানুয়ারি সারা দেশজুড়েই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কেমন থাকবে রবিবার ছুটির দিনের আবহাওয়া? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
উত্তর ভারতে হাড় কাঁপুনি ঠান্ডা

 ডিসেম্বরের শেষ থেকেই হাওয়া বদল। বছর শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের বেশিরভাগ অংশ।এদিকে কারণ উত্তর ভারত থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়ায় দেশজুড়ে শৈত্যপ্রবাহ বা 'কোল্ড ওয়েভ' আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ভারতের অধিকাংশ রাজ্যে আজ মেঘমুক্ত রোদঝলমলে আকাশ দেখা যাবে। তবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এছাড়াও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নামতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে হাড়কাঁপানো ঠান্ডার সর্তকতা জারি করা হয়েছে। ফলে বজায় থাকবে শৈত্যপ্রবাহের সতর্কতা। 

25
হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাসহ পূর্ব ভারত

এদিকে আরও বাড়বে শীতের দাপট। ফলে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। আকাশ পরিষ্কার থাকলেও শীতের দাপট কমার এখনই কোনও লক্ষণ নেই। বরং কনকনে ঠান্ডার রেশ আরও বাড়তে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞ দেবেন্দ্রর মতে, "আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের (Cold Wave) দাপট আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।" ফলে এই শৈত্যপ্রবাহের প্রভাব শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এর পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে। মূলত মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব অংশ এবং ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। 

35
ভারতের কোন কোন রাজ্যে জাঁকিয়ে শীত?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন ব্যাপক শীত পড়ার সম্ভাবনা রয়েছে-মধ্যপ্রদেশের রেওয়া, সিধি এবং সিংরাউলি। পূর্ব ভারতের উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের মধ্যে বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই শৈত্যপ্রবাহের প্রভাব পড়বে। যার ফলে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। 

45
উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট

উত্তর ভারতজুড়ে জাঁকিয়ে বসেছে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তর রাজস্থান ও পাঞ্জাব থেকে শুরু করে বিহার এবং উত্তর ছত্তিশগড়ের শহরগুলোতে আগামী কয়েকদিন "কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি" বজায় থাকবে। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ভোরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

55
বৃষ্টির সম্ভাবনা কতটা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর রাজস্থানের কিছু অংশে সকালের দিকে কিছুটা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তবে আবহাওয়া দফতর আশ্বস্ত করেছে যে, এই মেঘ থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আকাশ মোটের ওপর শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories