রেকর্ড হারে বাংলায় বেড়েছে অপরাধের সংখ্যা, লাফিয়ে বেড়েছে শিশুদের বিরুদ্ধে অপরাধ

২০২১ সালের রিপোর্ট জানাচ্ছে অপরাধের সংখ্যা ক্রমশ বেড়েছে পশ্চিমবঙ্গে। গত তিন বছরে রাজ্যে শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটেছে।

লজ্জার পরিসংখ্যান পেশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau)। ২০২১ সালের রিপোর্ট জানাচ্ছে অপরাধের সংখ্যা ক্রমশ বেড়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। গত তিন বছরে রাজ্যে শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যার তীব্র বৃদ্ধি (sharpest spike in crime against children) ঘটেছে। 

মঙ্গলবার প্রকাশিত এনসিআরবির ক্রাইম ইন ইন্ডিয়া ২০২০-এর রিপোর্ট অনুসারে, মধ্যপ্রদেশে শিশুদের বিরুদ্ধে অপরাধের ১৭০০৮টি মামলা দায়ের হয়েছে। এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ, দায়ের হয়েছে ১৫২৭১টি মামলা। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে দায়ের হয়েছে ১৪৩৭১টি মামলা। এরপরেই জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ। দায়ের হয়েছে ১০২৪৮টি মামলা। 

Latest Videos

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র ৯টিতেই শিশুদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং বিশেষ ও স্থানীয় আইনের অধীনে তালিকাভুক্ত এই ধরনের অপরাধের মধ্যে পশ্চিমবঙ্গের নাম বেশ ওপরের দিকে। যদিও শীর্ষ তিনটি রাজ্যে গত তিন বছরে সব ধরণের অপরাধই হ্রাস পেয়েছে। কিন্তু উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় ওপরে উঠে এসেছে বাংলা। 

২০১৮ সালের তুলনায় ২০২১ সালে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৩ শতাংশ। তামিলনাড়ুতে ৪৪ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২৮ শতাংশ, রাজস্থানে ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ড এবং ওডিশায় অপরাধ বেড়েছে ২১ শতাংশ করে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে, বাংলায় ৬২৮৬টি মামলা হয়েছিল। ২০১৯ সালে ৬১৯১টিতে নেমে এসেছিল। কিন্তু রেকর্ড ভেঙে ২০২০ সালে ১০,২৪৮টি মামলা দায়ের হয়েছে। 

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে জানানো হয়েছে ২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮০টি খুনের ঘটনা ঘটেছে ও ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গোটা দেশে মোট ২৯১৯৩টি প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে উত্তরপ্রদেশ (৩৭৭৯) রয়েছে তালিকার সবার ওপরে। এরপরেই রয়েছে বিহার (৩১৫০), মহারাষ্ট্র (২১৬৩), মধ্যপ্রদেশ (২১০১) ও পশ্চিমবঙ্গ (১৯৪৮)। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari