Cyclone Dana: কী বীভৎস ঘূর্ণিঝড়! হাতে আর মোটে কয়েকটা ঘণ্টা শুরু হবে ভয়াবহ তাণ্ডব, ঠিক কোথায় আছে দানা?

কী বীভৎস ঘূর্ণিঝড়! হাতে আর মোটে কয়েকটা ঘণ্টা শুরু হবে ভয়াবহ তাণ্ডব, ঠিক কোথায় আছে দানা?

Anulekha Kar | Published : Oct 24, 2024 4:56 AM IST / Updated: Oct 24 2024, 11:59 AM IST
17

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বুধবার মধ্যরাতে প্রবল ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এই ঝড়। গত ৭ ঘণ্টায় আরও ৯০ কিমি এগিয়ে গিয়েছে দানা।

27

সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে দানা। ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে এই ঝড়।

37

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে পারে 'দানা'।

47

ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ল্যান্ডফল হতে পারে এই ঝড়ের।

57

শেষ মুহূর্তে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০ থেকে ১১০ কিমি। কখনও কখনও গতিবেগ ১২০ কিমিও হতে পারে।

67

বুধবার রাত থেকেই ওড়িশার উপকূলবর্তী এবং উত্তরের জেলাগুলিতে শুরু হয়ে দুর্যোগ। কেন্দ্রাপাড়া, ভদ্রক ও বালেশ্বরে হচ্ছে প্রবল বৃষ্টিপাত।

77

উপকূলবর্তী অঞ্চলের ১০ লক্ষ মানুষকে সুরক্ষিত করা হয়েছে। উদ্ধারকারীদের ১৮২টি দলকে প্রস্তুত রাখা হচ্ছে।বুধবারই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos