ফের শুরু হচ্ছে চারধাম যাত্রা, কবে থেকে খুলবে কেদার-বদ্রীর দরজা? জানুন দিনক্ষণ

Published : Feb 18, 2023, 03:42 PM IST
Kedarnath Dham

সংক্ষিপ্ত

শনিবার ১৮ ফেব্রুয়ারি কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় জানিয়েছেন কবে থেকে পূণ্যার্থীদের জন্য খুলবে মন্দিরের দরজা।

মহাশিবরাত্রির পূণ্য লগ্নে বড় ঘোষণা। আর কিছুদিনের মধ্যেই খুলতে চলেছে কেদারনাথের দরজা। গত দু'বছর কোভিড পরিস্থিতির জেরে বন্ধ ছিল মন্দিরের দরজা। অবশেষে গত বছর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল কেদার-বদ্রীর মন্দিরের দরজা। এবছর আবারও পূন্যার্থীদের জন্য খুলতে চলেছে এই দুই মন্দির। শিবরাত্রির পূণ্য তিথিতেই জানানো হল শুভ দিনক্ষণ। শনিবার ১৮ ফেব্রুয়ারি কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় জানিয়েছেন কবে থেকে পূণ্যার্থীদের জন্য খুলবে মন্দিরের দরজা।

কবে থেকে খুলছে কেদারনাথের মন্দির?

কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয় জানিয়েছেন আর মাত্র দু'মাসের মধ্যেই পূণ্যার্থীদের জন্য খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওইয়া হবে মন্দিরের দরজা। সেই দিন ভোর ৪টে থেকে হবে ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো। সেদিন ভোরেই যাবতীয় আচার অনুষ্ঠান পালন করা হবে। তার পরে ভক্তরা মন্দিরে ঢুকতে পারবে। সকাল ৮টায় আরম্ভ হবে আরতি। সেদিন গোটা দিনই ভজন-কীর্তন পুজোপাঠ চলবে।

কবে থেকে খুলবে বদ্রীনাথ?

শুধু কেদারনাথ নয় দিনক্ষণ ঘোষণা হল বদ্রীনাথের খোলারও। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৭ এপ্রিল সকাল ৭টা ১০ মিনিটে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথের মন্দিরের দরজা।

বিগত দু'বছর অতিমারির জেরে চারধাম যাত্রা বন্ধ থাকার দরুণ গত বছর রেকর্ড সংখ্যক ভক্ত সমাবেশ হয়েছিল চারধামে। গত বছর থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ ও বদ্রীনাথের দরজা। দু'বছর ধরে চারধাম যাত্রা থমকে থাকার দরুণ সেবছর রেকর্ড পরিমাণ লোক হয়েছিল। সংখ্যাটা ছিল প্রায় ৪৬ লক্ষর কাছাকাছি। গত বছরের ১৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ ধামের দরজা। আবার চারমাস পর খুলতে চলেছে মন্দির। এবছরও গত বছরের মতোই ভিড় হওয়ার সম্ভাবনা থাকছে। প্রসঙ্গত গত বছরই যাত্রী বোঝাই হেলিকপ্টার ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল কেদারনাথ। কেদারনাথ থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন -

দ্বিতীয় বিয়ের জন্যই কি নিক্কিকে খুন? ২০২০তে মন্দিরে সাহিল বিয়ে করেছিল প্রেমিকাকে

একটা সম্পত্তিওয়ালা বুড়ো নিউইয়র্কে বসে আছে: আমেরিকান শিল্পপতি জর্জ সোরসকে সরাসরি আক্রমণ বিদেশমন্ত্রী জয়শঙ্করের

লিথিয়াম আবিষ্কার হলেও কি হাল ফিরবে জম্মু-কাশ্মীরের সালাল গ্রামের মানুষদের? চাকরি না পেয়ে হতাশ শিক্ষিত যুবকরা

PREV
click me!

Recommended Stories

দাম বাড়তে চলেছে পান মশলার? জাতীয় স্বাস্থ্যের জন্য নয়া সেস আনার পরিকল্পনা কেন্দ্রের
LIVE NEWS UPDATE: দাম বাড়তে চলেছে পান মশলার? জাতীয় স্বাস্থ্যের জন্য নয়া সেস আনার পরিকল্পনা কেন্দ্রের