মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের প্রভূত প্রশংসা করলেন WHO পরিচালক ড. টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসাস

‘আয়ুষ্মান ভারত প্রকল্প বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য আশ্বাস’, জি২০-র স্বাস্থ্য বিষয়ক বৈঠকে এভাবেই প্রশংসা করলেন WHO প্রধান ড. টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসাস।

G20 শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে ভারতের আতিথেয়তা এবং দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সম্মেলনে নিজের বক্তব্যের সূচনা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মহাপরিচালক ড. টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসাস। মোদী সরকার দ্বারা প্রবর্তিত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের প্রভূত প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য নিশ্চয়তার উদ্যোগ বলে বর্ণনা করেন তিনি।

গুজরাটের গান্ধীনগরে G20 স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী ভাষণে বক্তৃতা দিতে গিয়ে গান্ধীনগরের এক স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে নিজের পরিদর্শনের অভিজ্ঞতার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি বলেন, “১ হাজার পরিবারকে কেন্দ্র সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা দেখে আমি মুগ্ধ!”

Latest Videos

গুজরাটে প্রদত্ত টেলিমেডিসিন সুবিধার প্রশংসা করেছেন এবং শনিবার চালু হওয়া গ্লোবাল ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভের জন্য ভারতের G20 প্রেসিডেন্সিকে ধন্যবাদ জানিয়েছেন ড. টেড্রোস (World Health Organization)। কেন্দ্র সরকারের দ্বারা চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পের অবদান স্মরণ করে তিনি বলেন, “আমি সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এবং আয়ুষ্মান ভারত প্রকল্প, যা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য নিশ্চয়তার উদ্যোগ, সেটিকে অগ্রসর করার জন্য তাদের (কেন্দ্র সরকারের) পদক্ষেপের প্রশংসা করি।” তিনি এও বলেছেন, “আমি এখানে সরবরাহ করা টেলিমেডিসিন পরিষেবাগুলির প্রশংসা করি, যা প্রাথমিকভাবে প্রেসক্রিপশন এবং চিকিৎসা প্রদান করে। এটি স্বাস্থ্যসেবা পরিবর্তনের একটি চমৎকার উদাহরণ। আমি আগামীকাল চালু হওয়া গ্লোবাল ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ-এ নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের G20 প্রেসিডেন্সিকে ধন্যবাদ জানাই।”

আরও পড়ুন-

Vande Bharat : নীল থেকে গেরুয়া, চেন্নাইতে পথ চলা শুরু করল নতুন বন্দে ভারত এক্সপ্রেস
যৌন সঙ্গমে আপত্তি! প্রেমিকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপালেন প্রেমিক, হরিয়ানায় ভয়ঙ্কর ঘটনা
পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তায় বাইক চালানোর রোমাঞ্চ! লাদাখে তৈরি হচ্ছে ‘লিকারু-মিগ লা-ফুকচে’
যাদবপুরের ছাত্রমৃত্যুতে সত্যব্রত, নাসিম আর হিমাংশুকে গ্রেফতার করল পুলিশ, সিনিয়রদের সঙ্গে প্রাক্তনীদের যোগ

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today