Arvind Kejriwal: 'আমার শরীর লোহার তৈরি', স্ত্রীর মাধ্যমে বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা অরবিন্দ কেজরিওয়ালের

Published : Mar 23, 2024, 03:13 PM ISTUpdated : Mar 23, 2024, 03:45 PM IST
Arvind Kejriwal wife Sunita Kejriwal

সংক্ষিপ্ত

সুনীতি কেজরিওয়াল এদিন অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান। তিনিবলেন, 'আপনার ভাইর আর আপনাদের ছেলে অরবিন্দ কেরজিওয়াল আপনাদের জন্য বার্তা পাঠিয়েছেন।' 

মদ নীতিকাণ্ডে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের নির্দেশে সাত দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখান থেকেই প্রতিপক্ষ বিজেপির উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিলেন স্ত্রীর মাধ্যম্য। তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল প্রাক্তন আইপিএস অফিসার। স্বামীর সঙ্গে দেখা করে এসে সেই বার্তাই পৌঁছে দিলেন দেশের মানুষের কাছে। অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজতে থাকাকালীনই দেশের প্রত্যেক মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি নিজেদের কাজ বন্ধ না করে স্বাভাবিক ছন্দে জীবন কাটাতে বলেছেন। পাশাপাশি আম আদমি পার্টির উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল সমাজের জন্য কাজ করে যেতে হবে। বিজেপির কর্মী ও অনুগামীদের প্রতি তাঁরা যেন ঘৃণা না করে। তিনি আরও বলেছেন, সকলেই তাঁর ভাই আর বোনের মত।

সুনীতি কেজরিওয়াল এদিন অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান। তিনিবলেন, 'আপনার ভাইর আর আপনাদের ছেলে অরবিন্দ কেরজিওয়াল আপনাদের জন্য বার্তা পাঠিয়েছেন।' এর পরই তিনি কিছুটা আবেগঘন অবস্থায় অরবিন্দ কেজরিওয়ালের পাঠান বার্তা পড়তে শুরু করেন। তিনি বলেন, 'আমার প্রিয় দেশবাসী। আমি যেখানেই থাকে দেশের সেবা করে যাব। আমাকে গ্রেফতার করা হয়েছে। আমার শরীরের প্রত্যেকটা অংশই দেশের জন্য। আমার জন্য দেশের জন্য সংঘর্ষ করা। তাই এই গ্রেফতারিতে আমি অবাক হইনি। আগামী দিনেও আমাকে সংঘর্ষ করতে হবে। আমার শরীর লোহার তৈরি। আমার প্রিয় দেশ ভারতবর্ষকে আরও শক্তিশালী করতে হবে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ তৈরি করতে হবে। ভারতের ভিতরে আর বাইরে প্রচুর শক্তি রয়েছে যারা দেশের ক্ষতি করতে চাইছে। আমরাদের সেই শক্তিগুলিকে চিহ্নিত করে তাদের হারাতে হবে। দিল্লির আমার মা ও বোনেরা ভাবছে কেজরিওয়াল জেলে রয়েছে আর আমরা ১ হাজার টাকা পাব কিনা। কিন্তু আপনারা আশ্বস্ত থাকুন কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দেয় তা পুরণ করে। প্রচুর মানুষ আমার জন্য প্রার্থনা করছে। আমি জেল থেকে বেরিয়ে আসব। আম আদমি পার্টির কর্মীরা সমাজসেবা করতে হবে। বিজেপি যারা করে তাদেরও ক্ষমা করে দিন। আপনাদের একান্ত কেজরিওয়াল, জয়হিন্দি। ' দেখুন কেজরিওয়ালের স্ত্রীর বার্তা যা পাঠ করেছেন তাঁর স্ত্রীঃ

 

 

মদনীতির মূল পাণ্ডা হসেবেই তাঁকে দেগে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। তিনি মদ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত বিজয় নায়ারের ঘনিষ্ট ছিলেন। গোটা পরিকল্পনাই হয়েছিল কেজরিওয়ালের নেতৃত্বে। তেমনই আদালতের সওয়ালে বলেছে ইডির আইনজীবী। যদিও আম আদমি পার্টি বা বিরোধীদের বক্তব্য বিরোধীদের দুর্বল করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রের মোদী সরকার।

Maldives: মালদ্বীপের প্রেসিডেন্ট ঘুর গেলেন ৩৬০ ডিগ্রি! মহম্মদ মুইজ্জু বন্ধু বলে হাত পাতলেন ভারতের কাছে

COVID-19: করোনাভাইরাসের কারণে বড় ক্ষতি হতে পারে হার্টের, লম্বা চিকিৎসার পরামর্শ বিশেষজ্ঞদের

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র