Viral News: আরশোলার চাউমিন, নাকি চাউমিনে আরশোলা? কাঁটাচামচ দিয়ে নেড়েই গা গুলিয়ে উঠল তরুণীর

ভ্যালেনটাইন ডে, অর্থাৎ ভালোবাসা দিবসে জোম্যাটোর মাধ্যমে অনলাইনে জাপানি মিসো রামেন চিকেন অর্ডার করেছিলেন এক তরুণী। কিন্তু, একেবারেই প্রেমময় হল না তাঁর সেই অভিজ্ঞতা। 

চাইনিজ হোক, অথবা জাপানিজ, জিভে রসনা থাকলে সমস্ত দেশের খাবার-দাবারই চেখে দেখার সাধ থাকে তরুণ-তরুণীদের। আর, বাড়িতে বসে অতি সহজে যে কোনও রেস্তোরাঁর খাবার একেবারে হাতের মুঠোয় এনে পৌঁছে দেয় খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো (Zomato) । এই সংস্থা দেশের কোটি কোটি জনতার কাছে যেমন ভরসাযোগ্য, ঠিক তেমনই বিপুল মানুষের ভয়ের কারণও বটে। কারণ, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা টনক নড়িয়ে দিয়েছে নেটিজেনদের। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক তরুণী। 

-

ভ্যালেনটাইন ডে (Valentine's Day) অর্থাৎ ভালোবাসা দিবসে জোম্যাটোর মাধ্যমে অনলাইনে জাপানি মিসো রামেন চিকেন অর্ডার করেছিলেন এক তরুণী, সোনাই আচার্য নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তাঁর। 'আন্টি‌ ফাগ' বলে একটি রেস্তোরাঁর নামও উল্লেখ করেছেন তিনি। ওই দোকান থেকেই রামেন ন্যুডলস-টি অর্ডার করেছিলেন যা জোম্যাটোর মাধ্যমে আসার কথা ছিল। 

-

কথামতো তাঁর কাছে পৌঁছেও গিয়েছিল জাপানি মিসো রামেন চিকেন । প্যাকেট খুলে কাঁটা চামচ দিয়ে ন্যুডল-টি নাড়তেই চমকে গেলেন তিনি! ন্যুডলের ভেতর থেকে ওপর দিকে বেরিয়ে এল একটি মরা আরশোলা! এই ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ ছবিসহ ডিজিটাল মাধ্যমে প্রকাশ করেছেন সোনাই আচার্য। 

-

যদিও, এই পোস্ট দেখার পর জোম্যাটো সংস্থার পক্ষ থেকে তাঁর কাছে ক্ষমা চাওয়া হয় এবং খাবারের দামও ফেরত দিয়ে দেওয়া হয়। তবে, ‘আন্টি‌ ফাগ’ রেস্তোরাঁর তরফ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

 

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury