দারুণ খবর! রাজ্যের মহিলাদের ১০ হাজার টাকা করে দিচ্ছে সরকার, দেখে নিন কীভাবে করবেন আবেদন

Published : Jan 28, 2026, 09:14 AM IST

সরকার মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য সুভদ্রা যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, যোগ্য মহিলারা বার্ষিক ১০,০০০ টাকা দুটি কিস্তিতে পাবেন। এই প্রতিবেদনে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অনলাইন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

PREV
16

এবার থেকে আর ১ হাজার কিংবা ২ হাজার নয়। ঘরে বসেই মিলবে প্রায় ১০ হাজার। সদ্য প্রকাশ্যে রাজ্য সরকারের নয়া প্রকল্প। এই প্রকল্পে সরকার বার্ষিক ১০ হাজার টাকা করে দেবে। টাকা মিলবে দুটি কিস্তিতে। জেনে নিন কীভাবে পাবেন এই টাকা। প্রকাশ্যে এল নয়া চমক।

26

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে বাংলায়। এই বাংলায় চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী-র মতো নানান ভাতা চালু আছে এই বাংলায়। এবার প্রকাশ্যে এল নতুন এক ভাতার খবর। নারী-কেন্দ্রিক তহবিল প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।

36

প্রকাশ্যে এল সুভদ্রা যোজনার খবর। সুভদ্রা যোজনা হল ওড়িশা সরকারের একটি নারী কেন্দ্রীক প্রকল্প। এর লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা এবং তাদের ছোট ব্যবসা শুরু করতে, শিক্ষার বিনিয়োগ করতে বা পরিবারের খরচ চালাতে সাহায্য করা। এই প্রকল্প দ্বারা দুটি কিস্তিতে মেলে টাকা।

46

সুভদ্রা যোজনার সুবিধা পেতে হলে কয়টি নির্দিষ্ট জিনিস মেনে চলতে হবে। প্রথমত এই প্রকল্পের সুবিধা পাবেন কেবন ওড়িশার মহিলারা। তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬০-র মধ্যে। সুবিধাভোগীকে বিপিএল অথবা নিম্ন আয়ের হতে হবে। তেমনই কোনও সরকারি চাকরি বা অনুরূপ সুযোগ-সুবিধা গ্রহণকারীরা এই সুবিধা পাবেন না।

56

আধার কার্ড, ভোটার আইডি বা বাসস্থানের প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের কপি, পাসপোর্ট সাইজের ছবি, আয়ের শংসাপত্র, জাতি শংসাপত্র, মোবাইল নম্বর প্রয়োজন- এই কাগজপত্র প্রয়োজন সুভদ্রা যোজনার সুবিধা পেতে।

66

অনলাইনে আবেদন করতে পারেন সুভদ্রা যোজনার সুবিধা পেতে। subhadra.gov.in এ দেখুন। অনলাইনে অবেদন করতে রেজিস্ট্রেশন করুন। ব্যক্তিগত তথ্য দিন। সকল প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। এবার ফর্মটি জমা দিন।

Read more Photos on
click me!

Recommended Stories