Ration Card: রেশন (Ration)ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt.)। আর সেই কারণেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)।
রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
211
রেশন কার্ডের লিঙ্ক
আধার কার্ডের মত এবার রেশন কার্ডের লিঙ্কও করাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। না হলে আর পাবেন না ভর্তুকির টাকা।
311
খাদ্য সচিবের বার্তা
গত ২৮ ফেব্রুয়ারি খাদ্য সচিব সঞ্জীব চোপড়া সব রাজ্যের সচিবদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানেই তিনি রেশন বন্টনের ব্যবস্থা পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না করালে আর পাওয়া যাবে না ভর্তুকি। বন্ধ হয়ে যাবে রেশন।
511
রেশন বন্টন আর হবে না
কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে রেশনের গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়া হবে। পরিবর্তে রেশন গ্রাহকদের ভর্তুতকির টাকা দেওয়া হবে।
611
গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা
নতুন ব্যবস্থায় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। এখন যেমনভাবে গ্যাসের ভর্তুকির টাকা সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তেমনই ব্যবস্থা চালু হতে চলেছে রেশনেও।
711
খোলা বাজার থেকে রেশন
এবার থেকে গ্রাহকে খোলা বাজার থেকেই প্রয়োজনীয় রেশন, অর্থাৎ চাল, গম-সহ খাদ্য সামগ্রী কিনতে হবে। পরিবর্তে সরকার গ্রাহকের ব্যাঙ্কে ভর্তুকির টাকা দিয়ে দেবে। আর সেই কারণে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকউন্ট।
811
কেন্দ্র ও রাজ্যের রেশন ব্যবস্থা
কেন্দ্র প্রধানমন্ত্রী গরীব অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য রেশন দেয় খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে। কেন্দ্র ও রাজ্য দুই ক্ষেত্রেই ব্যঙ্কে টাকা দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
911
লিঙ্কের সুবিধে
রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকলে একজন মানুষ একাধিক জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবে। নগদে ভর্তুকি দিলে সরাসরি গ্রাহকের ব্যাঙ্কে পড়বে টাকা।
1011
রেশন ডিলাররা ক্ষুব্ধ
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সাধারণ রেশন ডিলাররা ক্ষুব্দ। তাদের কথায় এই ব্যবস্থা চালু হলে দেশের গণবন্টন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। বন্ধ হয়ে যাবে রেশন।
1111
প্রতিবাদে ধর্মঘটের ডাক
১ এপ্রিল রেশ ডিলাররা রেশন ব্যবস্থার পরিবর্তন নিয়ে নয়া দিল্লি অভিযান করবেন। পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান। সঙ্গে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান। তারপর অনির্দিষ্ট কালের জন্য দেশে রেশন ধর্মঘট