আগে কর্মচারীদে বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, বোনাস ইত্যাদি মেটাতে প্রায় দুই মাস থেকে তিন মাস সময় লাগত। তবে নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, এই টাকা ২ দিন কর্ম দিবসের মধ্যে করতে হবে। আর এটি পদত্যাগ থেকে শুরু করে চাকরিতচ্যুতি, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া সব ক্ষেত্রে প্রযোজ্য।