'ভোট অধিকার' যাত্রায় বিহারে ব্যস্ত রাহুল গান্ধী। সেই যাত্রাপথেই কিছুটা হলেও বিড়ম্বনায় পড়েন দেশের বিরোধী দলনেতা। যদিও মুখে তার আঁচ পড়তে দেননি রাহুল গান্ধী। ভোট অধিকার যাত্রায় এদিন রাহুন গান্ধী বাইকে সওয়ার ছিলেন। কিন্তু সেখানেই ঘটে অঘটন। কারণ রাস্তাতেই এক তরুণ চলন্ত বাইকেই রাহুলকে জ়ড়িয়ে ধরে চুমু খায়। যদিও রাহুলের বর্ডিগার্ড বা নিরাপত্তারক্ষীরা সেই তরুণকে রীতিমত প্রকাশ্যেই থাপ্পড় মারে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
রবিবার সকালে বিহারের পুর্ণিয়ায় মিছিল শুরু হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা মিছিলে বাইকে সওয়ার হন। নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন রাহুল। প্রচুর মানুষ যোগ দিয়েছিল রাহুল-তেজস্বীর ভোটা-অধিকার যাত্রায়। সেই ভরা মিছিলেই বাইকে সওয়ার রাহুল গান্ধীকে হঠাৎ করেই এক তরুণ জড়িয়ে ধরে চুমু খেলেন। বিহার কংগ্রেসের প্রেসিডেন্ট রাজেশ কুমার ছিলেন রাহুল গান্ধীর বাইকের পিছনের সিটে সওয়ার। প্রবল ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এক তরুণ। সেই জড়িয়ে ধরে চুমু খায়। তারপরই সেই তরুণ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাহুলের নিরাপত্তারক্ষীরা পাকড়াও করে ফেলে। তবে এখানেই শেষ নয়। নিরাপত্তারক্ষীরা সেই তরুণ ভিড়়ের মধ্যেই কষিয়ে এক থাপ্পড় মারেন। দেখুন সেই ভিডিওঃ
যদিও সেই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাহুলের মিছিলে দিনে দিনে ভিড় বাড়ছে। অনেক সাধারণ মানুষই নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রাহুল গান্ধীর কাছে পৌঁছে যাচ্ছিলেন। ভিড় সামলাতে রীতিমত অস্বস্তি হচ্ছিল নিরাপত্তারক্ষীদের। অনেকেই রাহুলের হাত ধরেও টানাটানি করছিল। সেই ফাঁকেই রাহুলকে জড়িয়ে ধরে চুমু খায় এক তরুণ। তবে এটাই প্রথম নয়, এর আগেও রাহুলকে প্রকাশ্যের চুম্বন করেছিল এক সাধারণ মানুষ।