Zakir Naik: 'হিন্দুদের ধর্মান্তরিত করার জন্য জাকির নায়েকের ভারতের সম্রাট হওয়া উচিত,' দাবি পাক মৌলবীর

Published : May 17, 2024, 12:39 AM ISTUpdated : May 17, 2024, 01:01 AM IST
Zakir Naik

সংক্ষিপ্ত

ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক বেশ কিছুদিন ধরেই পলাতক। ভারতে ফিরলেই গ্রেফতার হবেন তিনি। এই ধর্ম প্রচারকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে।

জাকির নায়েককে ভারতের সম্রাট ঘোষণা করা উচিত। এমনই দাবি করলেন পাকিস্তানের এক মৌলবী। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতে সনাতন হিন্দুত্ব প্রচার করা হচ্ছে। এই সময় হিন্দুদের ধর্মান্তরিত করার জন্যই ভারতের সম্রাট হওয়া উচিত জাকিরের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাকিস্তানের এই মৌলবীর বক্তব্য। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ জাকির নায়েক তাঁর ভিডিওর মাধ্যমে অনেক হিন্দুকে ধর্মান্তরিত করেছেন। এখন কঠিন সময়। ভারতে এমন একটি সরকার আছে যা সনাতন হিন্দুত্বের প্রচার করছে। মোদীর শাসনে ড. জাকির নায়েক নবী ইব্রাহিমের মতো গরিব মানুষের জীবন যাপন করতে বাধ্য করছেন। আমরা দেখেছি, ড. জাকির নায়েক তাঁর ভিডিওর মাধ্যমে বেশ কয়েকজন হিন্দুকে ধর্মান্তরিত করেছেন। তাহলে তিনি কেন আল্লাহর বন্ধু নন? তিনি কেন ভারতের সম্রাট নন?’

হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার জাকিরের

সম্প্রতি এক ভিডিওতে মুসলিম যুবকদের উদ্দেশে সংযুক্ত আরব আমিরশাহিতে মন্দির নির্মাণের কাজে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাকির। তিনি বলেছেন, ‘আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, ‘আমরা কি মদ প্রস্তুতকারক সংস্থার হয়ে কাজ করতে পারি?’ যা বড় পাপ। এটি কোকেন বা মারিজুয়ানা তৈরির মতো যা হাজার হাজার মানুষকে মেরে ফেলবে। এটি বড় পাপ। কিন্তু মন্দির নির্মাণের কাজ করা আরও বড় পাপ। আল্লাহ ছাড়া অন্য কারও উপাসনা করা ইসলামে সবচেয়ে বড় পাপ। ইসলাম ছাড়া অন্য কোনও ধর্মের উপাসনা হবে এমন জায়গা নির্মাণের জন্য কাজ করা যায় না। সেটি পাপ হবে।’

 

 

মন্দির নির্মাণের চেয়ে সন্ত্রাসবাদ ভালো!

জাকিরের দাবি, ‘ইসলামে মন্দির বা গির্জা নির্মাণের চেয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের গ্রহণযোগ্যতা অনেক বেশি।’ এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভ্যাকুয়াম ক্লিনার'এও ময়লা যাবে না', গান্ধীদের সঙ্গে জাকির নায়েকের গোপন লেনদেন ফাঁস

Pakistan: ফের অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলা, পাকিস্তানে খুন ধর্মীয় সংগঠনের নেতা

Viral Video: এই দিনের মধ্যেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে', হুঁশিয়ারি প্রাক্তন পাক-সেনেটরের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব