সংক্ষিপ্ত
পাকিস্তানে বেশ কিছুদিন ধরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের হামলায় একের পর এক সন্ত্রাসবাদী, কট্টরপন্থী, মৌলবাদীর মৃত্যু হচ্ছে। ফের এই ধরনের ঘটনা দেখা গেল।
পাকিস্তানে ফের অজ্ঞাতপরিচয় আততায়ীদের হামলা। এবার করাচিতে দেখা গেল এই ঘটনা। খুন হলেন ধর্মীয় সংগঠন আহলে সুন্নত ওয়াল জামাতের নেতা ফৈয়াজ খান। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। ফৈয়াজের বাবার নাম নোবাত খান। শনিবার তাঁকে গুলি করে মারে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। করাচির কোরাঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুলিশ স্টেশন অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। ফৈয়াজকে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফৈয়াজকে নির্দিষ্ট লক্ষ্য বানিয়ে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। করাচির অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইয়াকুব মিনহাস বলেছেন, ‘আমাদের তদন্ত অনুযায়ী, ফৈয়াজ খানকে খুনের উদ্দেশ্যেই তাঁর উপর হামলা চালানো হয়। ডিআইজি-কে (ইস্ট) এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে।’
নিজের দফতরেই খুন ফৈয়াজ
আহলে সুন্নত ওয়াল জামাতের এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্থানীয় অঞ্চলে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফৈয়াজ খান। শনিবার দুপুর দেড়টা নাগাদ তিনি যখন এস্টেট এজেন্সি অফিসে ছিলেন, তখন মোটর সাইকেলে চড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে অফিসে ঢুকে পড়ে গুলি চালায়। সেই গুলিতেই ফৈয়াজের মৃত্যু হয়।’
ফৈয়াজ খুন হওয়ায় ক্ষুব্ধ আহলে সুন্নত ওয়াল জামাত
আহলে সুন্নত ওয়াল জামাতের নেতা আল্লামা আওরাঙ্গজায়েব ফারুকি এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘যারা আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা বলে ভাবছে, তাদের এই ভাবনা ভুল। আহলে সুন্নত ওয়াল জামাতের একের পর এক কর্মীর উপর হামলা হচ্ছে। প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Pakistan-occupied Jammu And Kashmir: 'পাকিস্তান সে লেঙ্গে আজাদি,' পাক-অধিকৃত কাশ্মীরে প্রবল বিক্ষোভ