Viral Video: হট প্যান্ট পরে সুপারবাইকে জোম্যাটো-র খাবার ডেলিভারি! আপনিও কি অর্ডার করতে চলেছেন?

Published : Oct 18, 2023, 11:49 AM IST
viral video

সংক্ষিপ্ত

সানগ্লাস পরে সুপারবাইকে বসা সুন্দরীর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় উত্তর দিয়েছেন সংস্থার কর্তা দীপিন্দর গোয়েল। 

পিঠে বাঁধা জোম্যাটো-র খাবারের ব্যাগ, পরনে রয়েছে জোম্যাটো-র টি শার্ট। লাল টি শার্টের সঙ্গে তাঁর ডেনিম হটপ্যান্ট হার মানাতে পারে ‘ধুম’ সিরিজের নায়িকাদেরও। সানগ্লাস পরা তন্বীকে দেখে স্বভাবতই হকচকিয়ে গিয়েছেন পথের অন্যান্য আরোহীরা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে যে, এক সুন্দরী তরুণী সকালের ব্যস্ত সময়ে সুপারবাইক চালিয়ে রাস্তা দিয়ে আসছেন, তাঁর পিঠে বাঁধা জোম্যাটো-র খাবারের ব্যাগ এবং পরনের টি শার্ট দেখে মনে হচ্ছে যে তিনি খাবার সরবরাহ করতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন যে, ইন্দোরে জোম্যাটো-র মার্কেটিং হেড নিজেদের ব্যবসার আকর্ষণ বাড়ানোর জন্য এই মডেলকে ভাড়া করে রোজ সকালে এবং বিকেলে রাস্তায় বাইক চালিয়ে যেতে বলেছেন। 

এই ভিডিও এবং তথ্যের পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন  সংস্থার কর্তা দীপিন্দর গোয়েল। প্রথমেই তিনি বলেছেন যে, ‘আমাদের এই ব্যাপারে কিছুই করার নেই। প্রথমত, আমরা হেলমেট ছাড়া বাইক চালানোকে সমর্থন করি না। দ্বিতীয়ত, ইন্দোরে আমাদের কোনও মার্কেটিং হেড নেই।’

দীপিন্দর গোয়েল আরও লিখেছেন যে, ‘এটাতে কেউ আমাদের ব্র্যান্ডের  ’ফ্রি-রাইডিং' করছে বলে মনে হচ্ছে। একথা সত্যি যে, খাবার সরবরাহ করার কাজে মেয়েদের কোনও ভুল নেই। আমাদের (সংস্থায়) শত শত মহিলা আছেন, যাঁরা নিজেদের পরিবারের জন্য, জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকদিন খাবার সরবরাহ করেন এবং আমরা তাঁদের কাজের নীতি নিয়ে গর্বিত।'
 

PREV
click me!

Recommended Stories

দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?