যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার, ভারতের পাশে পোল্যান্ড

Published : Feb 26, 2022, 07:33 AM IST
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার, ভারতের পাশে পোল্যান্ড

সংক্ষিপ্ত

শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্রের একটি দল পায়ে হেঁটেই পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। 

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Russia-Ukraine War) আটকে থাকা ভারতীয়দের ( Indian Student) উদ্ধারে তৎপর কেন্দ্রীয় সরকার। এদিন পোল্যান্ডের (Poland) ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনে থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য তিনটি দল তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে লাভিব। পোল্যান্ড সরকার সমস্ত রকম সহযোগিতা করছে। আটকে পড়া ভারতীয়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পোল্যান্ড ভারতীদের যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বার করে আনার জন্য অনেক কাজ করছে। 


শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্রের একটি দল পায়ে হেঁটেই পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। একা সকলেই পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে লাভিভের একটি মেডিক্যাল কলেজের পড়ুয়া। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। 

প্রথম দফায় ৪৭০ জনকে সরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে আচমকাই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia-Ukraine) ঘোষণা করেছিল। এয়ার ইন্ডিয়ার শুক্রবার রোমানিয়ার রাজধানি বুখারেস্টে দুটি বিশেষ বিমান পাঠিয়েছিল। তাতে আটকে পড়া ভারতীয় তরুণদের দেশে ফেরানো হয়েছে। 


আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে দেশে ফেরানো হচ্ছে  আটকে পড়া ভারতীয়দের। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে রাত ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছাড়বে। দ্বিতীয় বিমানটি রাত ১০টা ২৫ মিনিটে মুম্বই থেকে ছাড়বে। শনিবারই  ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও সূত্রের খবর। 

ভারতীয় দূতাবাস জানিয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য রোমানিয়া আর হাঙ্গেরি দুটি দেশেকে ব্যবহার করা হচ্ছে। ভারতীয় বিশেষত ছাত্রদের এই দুটি দেশের চেক পয়েন্টে এসে দূতাবাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের মধ্যে ভারতীয় নাগরিকদের সতর্ক হয়েই ভ্রমণেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইউক্রেনের প্রায় ২০ হাজার ভারতীয় ছাত্র রয়েছে। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বাঁচাতে রুপি অ্যাকাউন্ট স্থাপনের চেষ্টা ভারতের
শেষ দিনের প্রচারে ঝড়, পুরুলিয়ায় ভুবনে ভরসা তৃণমূলের

PREV
click me!

Recommended Stories

Today Live News: এই সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে? জেনে নিন সেই তারিখগুলি
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি