মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। তারপরই বড় আঘাত নামে আসবে রাশিয়ার দুটি বড় ব্যাঙ্কে। একটি SBERBANK ব্যাঙ্ক, অন্যটি VTB ব্যাঙ্ক। দুটি রাশিয়ার সবথেকে বড় ব্যাঙ্ক। দুটি ব্যাঙ্কই সরকারি মালিকানাধীন।
২৪ ফেব্রুয়ারি রাশির ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia-Ukraine War) ঘোষণা করে। কিন্তু তার আগে দিন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) পূর্ব ইউক্রেনের বিক্ষুব্ধ এলাকা দোনেৎস্ক ও লুহানস্কে সেনা পাঠিয়েছিলেন। সেই দিনই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি। কিন্তু তাতেও পুতিনতে দমাতে না পেরে ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে আরও কঠোর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে পশ্চিমের দেশগুলি। সংশ্লিষ্ট দেশগুলির দাবি রাশিয়ার বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা বিপর্যস্ত করে দেবে পুতিন প্রশাসনকে। যা ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে।
ব্যাঙ্কে আঘাত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। তারপরই বড় আঘাত নামে আসবে রাশিয়ার দুটি বড় ব্যাঙ্কে। একটি SBERBANK ব্যাঙ্ক, অন্যটি VTB ব্যাঙ্ক। দুটি রাশিয়ার সবথেকে বড় ব্যাঙ্ক। দুটি ব্যাঙ্কই সরকারি মালিকানাধীন। এছাড়াও প্রভাব পড়বে প্রায় ৯০টি ছোট বড় আর্থিক প্রতিষ্ঠানে। আমেরিয়াক ট্রেডারি অনুসারে রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানের দৈনিক ৪৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা লেনদেনপ ৪০ শতাংশেই ডলারে পরিচালিত হয়। তার ওপরও প্রভাব পড়বে।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশানাল ফাইনান্সের ডেপুটি চিফ ইকোনমিস্ট এলিনা রিবাকোভা জানিয়েছেন নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান ব্যাঙ্ক ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। যা রাশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন দেশের দুটি শীর্ষ স্থানে থাকা বেসরকারি ব্যাঙ্ককে ব্লক করবে।
রফতানি নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যবস্থা
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি রাশিয়ার কাছ থেকে বিমান ও বিমান সম্পর্কিত মালপত্র কেনা বন্ধ করে দেবে বলে আশা করা হচ্ছে। যা অতিরিক্ত তেল শোধনাগারগুলিতে আপদগ্রড করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিকে লক্ষ্য করতে পারে। কারণ ইউরোপীয় ইউনিয়নের রফতানি নিয়ন্ত্রণে সেন্সর, লেডার, বিভিন্ন টেলিকমিউনিকেশন অ্যাপলিকেশন থাকতে পারে।
মার্কিন নিষেধাজ্ঞার রাশিয়ার সঙ্গে রাশির মিত্র দেশহিসেবে পরিচিত বেলারুশকেই টার্গেট করা হয়েছে। একই সঙ্গে বাইডেনের ঘোষণায় প্রথম সারির রাশিয়ান শিল্পপতিদের ওপরও নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ বা রুশদের ব্যক্তিগত কোনও উদ্যোগের জন্য ঋণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
SWIFT
রাশিয়াকে SWIFT আন্তর্জাতি অর্থপ্রদান ব্যবস্থা থেকে বাতিল করার বিষয়ে আলোচনা করছে। যা শাস্তিমূলক হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এতে আপত্তি রয়েছে জার্মানিসহ বেশ কিছু দেশের। যা নিয়ে আলোচনা চলছে। যা নিয়ে রীতিমত বিতর্কিত টুইট করেছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী। তিনি বলেছেন যারা এই নিয়ে আলোচনা করেছেন তাদের বুঝতে হবে রাশিয়ার হাতে রয়েছে, নিরীহ ইউক্রেনবাসী মহিলা পুরুষ ও শিশুদের রক্ত। এরপরই রাশিয়ার বিরুদ্ধে সুইফটে রাজি হয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালটের ডেভিস সেন্টার ফর রুশ অ্যান্ড ইউরেশিয়ান স্টাডিজের নির্বাহী পরিচালক আলেরজান্ডার ব্যাক্রিক্স বলেছেন সুইফট বিকল্পের একটি খুবই গুরুত্বপূর্ণ। এটি রিশার ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে। তিনি বলেন এই ব্যবস্থা কার্যকর হলে রাশিয়া ডলার ব্যবহার করার ক্ষমতা কমে যাবে। তিনি আরও বলেছেন রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা কিন্তু পশ্চিমের দেশগুলিরও ক্ষতি করবে। ইউরোপের জন্য খুব খারাপ দিন ডেকে নিয়ে আসছে। তিনি আরও বলেন, রাশিয়ান গ্যাসের জন্য পশ্চিমের দেশগুলি যদি অর্থ না দেয় তাহলে তারা রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনতে পারবে না। যা গ্যাসের বাজারে বিপর্যয় তৈরি করবে। শীতকালে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে।
ইউক্রেনের জন্য প্রার্থনা করবেন, প্রথা ভেঙে রাশিয়ান দূতাবাসে গিয়ে যুদ্ধের নিন্দা পোপের
যুদ্ধ নিয়ে আমেরিকা-ইউক্রেন আলোচনা, রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞার আর্জি
'রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতার লড়াই', নিজের শ্যুট করা ভিডিও বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের