আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা

Published : Dec 11, 2025, 07:35 PM ISTUpdated : Dec 11, 2025, 07:42 PM IST
Bangladesh

সংক্ষিপ্ত

Bangladesh Election 2026: বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) আমলে শেষবার নির্বাচন হয়েছিল। নতুন ইংরাজি বছরের শুরুতে বাংলাদেশে ফের সাধারণ নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
ভোটে নেই আওয়ামি লিগ
বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল আওয়ামি লিগ। বাকি দলগুলিকে নিয়ে ভোট হবে।

Bangladesh General Election 2026: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দল আওয়ামি লিগকে (Awami League) বাদ দিয়েই বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। হাসিনা ক্ষমতা হারানোর পর তাঁর দলকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ফলে আওয়ামি লিগকে বাদ দিয়েই নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন (Bangladesh's Chief Election Commissioner Naseeruddin) জানিয়েছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ১৩-তম জাতীয় সংসদের নির্বাচন হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে তাঁর দাবি, ‘বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিতে তৈরি যে অবাধ ও গণতান্ত্রিক ভোটদানের ব্যবস্থা করতে পারে।’ জাতীয় সংসদের নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়িত করার বিষয়ে গণভোটও হবে। একই দিনে এই দুই ভোটগ্রহণ হতে চলেছে।

বাংলাদেশে একদিনেই ভোট

বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার করা যাবে।

অনাবাসী বাংলাদেশীরাও ভোট দিতে পারবেন

বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লক্ষেরও বেশি। যাঁরা বাংলাদেশের বদলে অন্য দেশে থাকেন, তাঁরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি অনাবাসী বাংলাদেশী ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন। আরও অনেকে ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারেন। বাংলাদেশের নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬। এই দলগুলির মধ্যে নেই আওয়ামি লিগ। ফলে অন্য দলগুলিকে নিয়েই ভোট হবে। তবে নির্দল প্রার্থী হিসেবে যে কোনও ব্যক্তিই নির্বাচনে যোগ দিতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে