Sheikh Hasina: ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশ (Bangladesh) ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। এবার তাঁকে প্রত্যর্পণের চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
KNOW
Sheikh Hasina Death Sentence: ভারত সরকার (Government of India) শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে না অনুমান করেই হয়তো এবার ইন্টারপোলের (Interpol) দ্বারস্থ হতে চলেছে বাংলাদেশ সরকার (Bangladesh Government)। শুধু হাসিনার প্রত্যর্পণই নয়, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও (Asaduzzaman Khan Kamal) দেশে ফেরাতে চাইছেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার হাসিনা ও আসাদুজ্জামানের প্রত্যর্পণের দাবি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। এ বিষয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন হাসিনা। আসাদুজ্জামানও ভারতে এসে আশ্রয় নিয়েছেন। সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।
হাসিনাকে সাজা দিতে পারবে বাংলাদেশ সরকার?
২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষপর্যন্ত গণ-আন্দোলনে পরিণত হয়। ৫ অগাস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন হাসিনা। সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এরপরেই তাঁদের ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে হাসিনাদের ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যপর্ণ চুক্তির কথাও উল্লেখ করেছে ঢাকা। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হাসিনা ও আসাদুজ্জামানকে ভারত যদি আশ্রয় দেয়, তাহলে তা বন্ধুত্বপূর্ণ আচরণের বিপরীত হবে এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হবে। অবিলম্বে হাসিনা ও আসাদুজ্জামানকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে। পাল্টা ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, হাসিনাদের সাজা ঘোষণা সম্পর্কে অবগত রয়েছে ভারত। ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, হাসিনাদের প্রত্যর্পণ চেয়ে সরকারিভাবে নয়াদিল্লিকে চিঠি দিতে চলেছে ঢাকা।
ব্যবস্থা নেবে ইন্টারপোল?
বাংলাদেশের সরকারি আইনজীবী গাজি এমএইচ তামিম জানিয়েছেন, হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জমা দেওয়া হয়েছিল। এবার রেড কর্নার নোটিস জারি করার অনুরোধ জানানো হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


