নিজেদের দেশে পেঁয়াজ উৎপাদনের ক্ষমতা নেই, দেশবাসীকে কম খাওয়ার পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার

Published : Sep 23, 2024, 11:06 AM ISTUpdated : Sep 23, 2024, 11:28 AM IST
ONION

সংক্ষিপ্ত

খাদ্য, পানীয়, চিকিৎসা, যানবাহন-সহ সবকিছুতেই ভারতের উপর নির্ভর করে রয়েছে বাংলাদেশ। কিন্তু সে দেশেই ভারত-বিরোধিতা চরমে। সংখ্যালঘুদের উপরেও চরম অত্যাচার করা হচ্ছে।

ভারত যদি পেঁয়াজ রফতানি না করে, তাহলে বাংলাদেশে সঙ্কট চরমে পৌঁছে যাবে। সেদেশে ভারত-বিরোধিতা চরমে পৌঁছে গেলেও, সম্প্রতি ডিম, পেঁয়াজ রফতানি করেছে ভারত। কিন্তু ভারতীয় পেঁয়াজে দেশবাসীর চাহিদা মিটলেও, তাতে খুব একটা খুশি নয় বাংলাদেশ সরকার। নিজেদের দেশে পেঁয়াজ উৎপাদন করার ক্ষমতা নেই। তাই দেশবাসীকে পেঁয়াজের ব্যবহার কমানোর পরামর্শ দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'বাংলাদেশে গত ৩০ বছরে মাথাপিছু পেঁয়াজ ব্যবহারের মাত্রা বেড়েছে দ্বিগুণ। আজ আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই, ৩০ বছর আগে অর্ধেক খেতাম। আমরা যদি একটু সাশ্রয়ী হই, তাহলে কোনও দেশ থেকেই পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না।' তৌহিদের দাবি, বাংলাদেশে ২৬ লক্ষ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হয়। দেশের মানুষ কম পেঁয়াজ খেলে আমদানি করতে হবে না। কিন্তু বাংলাদেশ কেন পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হতে পারছে না, সে বিষয়ে তৌহিদের কাছে কোনও জবাব নেই।

সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ মিথ্যা!

তৌহিদের দাবি, শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে অভিযোগ করছে ভারতীয় সংবাদমাধ্যম, তা মিথ্যা। কিন্তু সরকারি পদ থেকে একের পর এক হিন্দুকে বেছে বেছে জোর করে পদত্যাগ করানো, মন্দিরে হামলা খুলনায় দুর্গাপুজো করার জন্য পাঁচ লক্ষ টাকা তোলা দাবির মতো ঘটনাগুলি নিয়ে কোনও মন্তব্য করেননি তৌহিদ। তিনি বিপ্লবের দোহাই দিচ্ছেন।

পাকিস্তানের সঙ্গে উন্নত সম্পর্কের লক্ষ্যে বাংলাদেশ

সব বিষয়ে ভারতের উপর নির্ভরশীল হলেও, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় বলে দাবি তৌহিদের। তিনি পাকিস্তানের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তোলার পক্ষে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'দুর্গা পূজা করতে হলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে পাঁচ লক্ষ টাকা', খুলনায় হুমকি চিঠি

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ছে, এবার কিশোরীকে জোর করে তুলে নিয়ে গেল জিহাদিরা!

দুর্গাপুজোর আগেই হামলা, লাঠি দিয়ে ঠুকে ঠুকে ভাঙা হল ৮টি প্রতিমা! বাংলাদেশে ফের প্রশ্নের মুখে পুজো

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে