সংক্ষিপ্ত

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা শোচনীয়। সারা বাংলাদেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। দুর্গাপুজো নিয়ে সমস্যায় পড়েছেন হিন্দুরা।

'শোন, এবারে ২০২৪ সালে দুর্গা পূজা করতে হলে তোদের প্রত্যেক মন্দিরের পক্ষ থেকে চাঁদা দিতে হবে পাঁচ লক্ষ টাকা। তা না হলে তোরা কোনওভাবেই পূজা করতে পারবি না। হানিফের প্রজেক্টে যেমন করেছি, তোদের পরিণতিও তেমন হবে। সমুদয় টাকা এক সপ্তাহের মধ্যেই প্রস্তুত রাখবি।' ঠিক এই ভাষাতেই বাংলাদেশের খুলনায় হিন্দুদের হুমকি চিঠি দেওয়া হয়েছে। এই হুমকির কথা সাংবাদিকদের বা সরকারকে জানালে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশে স্থানীয় ভাষায় তোলাবাজিকে বলা হয় চাঁদাবাজি। সারা বাংলাদেশেই উৎসবের সময় এভাবে চাঁদার নামে জোর করে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। 'স্বাধীন' বাংলাদেশেও একই ঘটনা দেখা যাচ্ছে। পাঁচ লক্ষ টাকা দিতে হলে দুর্গাপুজো করার মতো টাকা থাকবে না। ফলে খুলনার অনেক দুর্গাপুজো আয়োজকরাই এবার প্রকাশ্যে পুজো না করার কথা ভাবছেন। এমনকী, অনেকে পুজো বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন।

বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে নেই সরকার

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আফম খালিদ হোসেন মৌলবাদী হিসেবে পরিচিত। ফলে দুর্গাপুজো নিয়ে মাথা ঘামাচ্ছে না বাংলাদেশ সরকার। সংখ্যালঘুদের জমি-বাড়ি-জীবনের নিরাপত্তাই যেখানে নেই, সেখানে দুর্গাপুজো নিয়ে আর কে চিন্তা করবে? খুলনার দাকোপ উপজেলার কামারখোলা, সুতারখালি, রামনগর ঠাকুরবাড়ি-সহ চারটি মন্দিরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশের কাছ থেকে সাহায্য পাওয়া নিয়ে হিন্দুরা সন্দিহান।

সারা বাংলাদেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার

বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, জমি দখল, জোর করে ধর্মান্তকরণের ঘটনা দেখা যাচ্ছে। পোস্টার দিয়ে হুমকি দেওয়ার পর এক হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়েছে মৌলবাদীরা। ফলে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হিংসা বাংলাদেশে, চট্টোগ্রামে অমুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ৭২ ঘণ্টার বনধ পাহাড়ে

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ছে, এবার কিশোরীকে জোর করে তুলে নিয়ে গেল জিহাদিরা!

দুর্গাপুজোর আগেই হামলা, লাঠি দিয়ে ঠুকে ঠুকে ভাঙা হল ৮টি প্রতিমা! বাংলাদেশে ফের প্রশ্নের মুখে পুজো