ওয়াকার উজ জামান বাংলাদেশের সেনা প্রধান, হাসিনার অনুগত থেকে দেশের সর্বময় কর্তা হওয়ার কাহিনি

শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর সেনা প্রধান ওয়াকার উজ জামান দেশে শান্তির আবেদন জানিয়েছেন এবং প্রতিটি মৃত্যুর বিচারের আশ্বাস দিয়েছেন। জানুন, কে এই সেনা প্রধান যিনি একদিনেই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার কারিগর হয়ে উঠেছেন।

বাংলাদেশের (Bangladesh) সেনা প্রধান, যাঁর হাতে বর্তমানে দেশের ভবিষ্যৎ ওয়াকার উজ জামান (waker uz zaman)। সোমবার শেখ হাসিনা (Hasina) বাংলাদেশ ছাড়ার পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশে শান্তির আবেদন জানান। পাশাপাশি জানিয়ে দেন প্রতিটি মৃত্যুর বিচার হবে। কিন্তু কেই এই সেনা প্রধান, যিনি মাত্র এক দিনেই অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার কারিগর হয়ে দাঁড়ালেন। রইল বাংলাদেশের সেনা প্রধান সম্পর্কে বিস্তারিত তথ্য।

১৯৬৬ সালে ঢাকায় জন্ম হয় ওয়াকার উজ জামানের। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন। পড়াশুনা মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে। ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকেও প্রশিক্ষণ নেন তিনি। বাংলাদেশের সেনা বাহিনীর সূত্রের জানা গেছে, ন্যাশানাল ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। ব্রিটেনির কিংস কলেজ, লন্ডল ইউনিভার্সিটি থেকেও প্রতিরক্ষার বিষয়ে ডিগ্রি রয়েছে।

Latest Videos

সূত্রের খবর , ওয়াকার ১৯৮৫ সালে বাংলাদেশের সেনা বাহিনীর সদস্য হন। তিনি রাষ্ট্রপুঞ্জের শান্তিদূতও ছিলেন। ২৩ জুন বাংলাদেশের সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কার্যকালের মেয়াদ তিন বছর। সেনা প্রধানের দায়িত্ব সামলানোর আগে ৬ মাস সামরিক বাহিনীর প্রধান ছিলেন। সেই সময় গোয়েন্দা বিভাগের দায়িত্বও সামলেছেন। তিনি বাংলাদেশের পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক ব্রিগেড ও পদাতিক বাহিনীর একটি বিভাগের প্রধান ছিলেন। সেনার সদরদফতরে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দেশের নিরাপত্তা সংক্রান্ত কৌশল নিয়ে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত।

সূত্রের খবর শেখ হাসিনার ঘনিষ্ট ছিলেন। বাংলাদেশের সেনা বাহিনীর আধুনিকীকরণেও গুরুদায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে তিন বছর বাংলাদেশের বিজয় দিবস প্যারেডে কমান্ডার ওয়াকার সেনা গৌরব ও এক্স্ট্রা অর্ডিনারি সার্ভিস পদক পান।

ওয়াকার উজ জামানের স্ত্রী সারাহনাজ কমলিকা। সূত্রের খবর তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুড়তোতো বোন। তাঁর বাবা জেনারেল মহম্মদ মুস্তফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনা প্রধান। ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সেনা প্রধানের দায়িত্ব সামলেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি