ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন, পয়লা বৈশাখের সকালের আকাশ ঢাকল ধোঁয়ায়

Published : Apr 15, 2023, 01:02 PM ISTUpdated : Apr 15, 2023, 01:04 PM IST
durg news  a woman fire test by running on burning coals and nails due to suspicion of black magic

সংক্ষিপ্ত

শনিবার সকাল পৌনে ৬টা নাগাদ ওই সুপার মার্কেটের দ্বিতীয় তলার আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য তলাতেও। ঘটনার ৩ ঘন্টার পরেও চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে।

শনিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। শনিবার সকাল পৌনে ৬টা নাগাদ ওই সুপার মার্কেটের দ্বিতীয় তলার আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য তলাতেও। ঘটনার ৩ ঘন্টার পরেও চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ক্রমশ উপরের দিকে উঠায় আতঙ্ক ছড়ায়।

এদিয়ে ঈদের আগে এতবড় ক্ষতি কিভাবে সামালাবেন সেই নিয়ে দুঃশ্চিন্তার পড়েন দোকান মালিকেরা। বহু টাকার জিনিস পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দ্বিতলে দোকান থাকা এক ব্যবসায়ী। আগুনের খবর পেয়েও যে সব দোকানিরা দ্রুত দোকানের মাল সরাতে তাও নামমাত্র। কারণ চোখের পলকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মরিয়া হয়ে ঈদের আগে দোকানে তোলা কাপড় সরাতে দেখা গিয়েছে কয়েকজন ব্যবসায়ীকে।

আরও পড়ুন- বক্তব্য পেশের সময় বোমা হামলা, অল্পের জন্য বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী

আরও পড়ুন- শুক্রবার বিকেলে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.০

আরও পড়ুন- ‘কখনও কখনও কিছু না করেও দ্যাখো’, প্রত্যেকদিন প্রায় ১২ হাজার টাকা রোজগার করেন কিছু-না-করা ব্যক্তি

সকাল ছটায় আগুন লাগলেও পৌনে নয়টায়ও ধোঁয়ায় ঢেকে ছিল পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য এলাকা। তিন ঘণ্টা পরেও জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি।

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়