Shivani Raja: গীতা হাতে নিয়ে শপথ ব্রিটিশ এমপি শিবানি রাজার, ভাইরাল ভিডিও

Published : Jul 11, 2024, 02:12 AM ISTUpdated : Jul 11, 2024, 02:24 AM IST
Shivani Raja

সংক্ষিপ্ত

ব্রিটেনে এবারের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়েছিল ভারতও। ঋষি সুনকের হারের পর ভারত-ব্রিটেন সম্পর্ক কীরকম থাকবে, সে ব্যাপারে সবারই আগ্রহ রয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর ভাগবদ গীতার উপর হাত রেখে শপথ গ্রহণ করলেন শিবানি রাজা। ২৯ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেস্টার ইস্ট আসনে জয় পেয়েছেন। কনজারভেটিভ পার্টির সদস্য শিবানি। গত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল লেস্টার ইস্ট আসন। এবার সেই আসন ছিনিয়ে নিলেন শিবানি। তাঁর প্রতিপক্ষ ছিলেন অপর এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। লেবার পার্টির প্রার্থী রাজেশকে হারিয়ে দিয়েছেন শিবানি। তাঁর পূর্বপুরুষরা গুজরাটের আদি বাসিন্দা। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত শিবানি। তিনি ব্রিটিশ নাগরিক হলেও, ভারতীয় সংস্কৃতি, হিন্দুধর্মের প্রতি আস্থা বজায় রেখেছেন। তাঁর গীতা হাতে শপথ গ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন এই ব্রিটিশ এমপি।

গীতা হাতে নিয়ে শপথ গ্রহণ করতে পেরে খুশি শিবানি

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শপথ গ্রহণের ভিডিও শেয়ার করে শিবানি লিখেছেন, ‘লেস্টার ইস্টের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে শপথ গ্রহণ করতে পারা আমার কাছে সম্মানের। গীতার মাধ্যমে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’

 

 

শিবানির জয়ে খুশি ব্রিটেনের ভারতীয়রা

২০২২ সালের অগাস্ট-সেপ্টেম্বরে লেস্টার শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। এবারের নির্বাচনে সেই আসনে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি হিন্দু প্রার্থী দিয়েছিল। ১৪,৫২৬ ভোট পান শিবানি। ১০,১০০ ভোট পান রাজেশ। ফলে লেস্টার ইস্ট আসনে একজন হিন্দুই জয় পেলেন। স্থানীয় হিন্দুরা শিবানির জয়ে খুশি। শিবানি ছাড়াও এই নির্বাচনে জয় পেয়েছেন আরও ২৭ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী। ফলে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমনসে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিহার থেকে ব্রিটিশ পার্লামেন্টে স্বপ্নের সফর, জানুন লেবার পার্টির সাংসদ কণিষ্ক নারায়ণকে

'ভারতীয়' শাসনের শেষের শুরু! হারছেন ঋষি সুনাক, ব্রিটেনে নয়া প্রধানমন্ত্রীর নাম ঘোষণা সময়ের অপেক্ষা

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাঙালি, কনজারভেটিভ দলের প্রার্থী হলেন সঞ্জয় সেন

PREV
click me!

Recommended Stories

দিল্লি বিস্ফোরণে প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা! ব্রিটিশ নাগরিকদের ভারত ভ্রমণে জারি একগুচ্ছ নির্দেশিকা
লন্ডনগামী ট্রেনে হঠাৎ ছুরি নিয়ে হামলা আততায়ীর! ১০ জনকে ছুরিকাঘাত; গ্রেফতার ২