ট্রাম্পকে আঙুল দেখিয়ে খুইয়েছিলেন চাকরি, সেই মেয়েই জিতলেন মার্কিন নির্বাচন

Published : Nov 06, 2019, 07:29 PM ISTUpdated : Nov 06, 2019, 07:43 PM IST
ট্রাম্পকে আঙুল দেখিয়ে খুইয়েছিলেন চাকরি, সেই মেয়েই জিতলেন মার্কিন নির্বাচন

সংক্ষিপ্ত

ট্রাম্পকে আঙুল দেখিয়ে এসেছিলেন খবরের শিরোনামে খোয়াতে হয়েছিল চাকরি সেই মেয়েই জিতলেন মার্কিন নির্বাচন হারালেন রিপাব্লিকান প্রার্থীকে

মার্কিন মুলুকে স্থানীয় নির্বাচন জিতলেন জুলি ব্রিকসম্যান। দুই সন্তানের মা জুলি একবার খবরের শিরোনামে এসেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে অশালীন আচরণ করে। ট্রাম্পের কনভয়ের মাঝখানে সাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন জুলি। ট্রাম্পকে লক্ষ্য করে অশালীন ভাবে  আঙুলও তুলেছিলেন এই সিঙ্গল মাদার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যার জেরে ২০১৭ চাকরি খোয়াতে হয়েছিল জুলিকে। 

আরও পড়ুন: ছবি তুলতে গেলে ফেলতে হবে কড়ি, গোয়ার গ্রামে চালু হল নতুন নিয়ম

সেই জুলি ব্রিকসম্যানই এবার ভার্জিনিয়ার স্থানীয় নির্বাচেন জয়ী হলেন। লইডন কাউন্ট্রি বোর্ডের নির্বাচনে পরাজিত করলেন ট্রাম্পের দল রিপাব্লিকানের প্রার্থীকে।

আরও পড়ুন: এবার কংগ্রেস মুক্ত হল নেহেরু মিউজিয়াম, করা হচ্ছে পুনর্গঠন, যুক্তি দেখাল মোদী সরকার

মার্কিন প্রশাসনের মার্কেটিং অ্যানালিস্ট হিসাবে কাজ করতেন জুলি। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্পকে আঙুল দেখানোর পরই চাকরি খোয়াতে হয় ৫২ বছরের জুলিকে। নির্বাচনে জেতার পর ট্যুইটে সেই বিতর্কিত ছবি পোস্ট করেন জুলি।  

আরও পড়ুন:দূষণের মধ্যেই খুলল দিল্লির স্কুলগুলি, মাস্ক পরে এল পড়ুয়ারা

নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়েছন ব্রিকসম্যান। দ্বিতীয় স্থানে শেষ করতে হয় রিপাব্লিকান সুজানে ভোলপেকে। 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: Amazon Investment India - আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন?
আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা