Baloch Protester on India: দিন কয়েক আগেই পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করেছে বালোচিস্তান। এবার সেই দেশের উপরই নজর চিনের! এই ভারতের সাহায্য চেয়ে খোলা চিঠি বালোচ বিদ্রোহী নেতার। বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি সম্পূর্ণ।
অতি সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে সদর্পে বালোচিস্তান স্বাধীন বলে ঘোষণা করেছিলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মির ইয়ার বালোচ। এবার তিনিই লাল চিনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তটস্থ! ভয়ে ভারতের সাহায্য চেয়ে তড়িঘড়ি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দিলেন খোলা চিঠি। দাবি একটাই-চিনের হাত থেকে তাদের বাঁচানোর। নাহলে চিনা সৈন্য ঘিরে ফেলবে বালোচিস্তান। ফের হরণ হয়ে যেতে পারে তাদের স্বাধীনতা।
25
কোথায় সেনা মোতায়েন করবে চিন?
সূত্রের খবর, চিন এবং পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক করিডর তৈরির কাজ চলছে, তা বালোচিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। শেষ হয়েছে বালোচ প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তের গ্বাদর বন্দরে। এই করিডর তৈরির নামেই বালোচিস্তানে চিন সেনা মোতায়েন করতে চলেছে বলে দাবি করেছেন বালোচ নেতা মির। অশনি সঙ্কেত দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
35
কী দাবি মিরের?
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন যে-''বালোচিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার না করলে এবং বালোচ স্বাধীনতা যোদ্ধাদের আরও শক্তিশালী করে তুলতে না পারলে আগামী কয়েক মাসের মধ্যেই বালোচিস্তানে সেনা মোতায়েন করে ফেলবে চিন। এমনটা ঘটলে, বালোচিস্তানের ৬ কোটি মানুষের জন্য বটেই, তা ভারতের জন্যও বিপদের হবে।'' বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
জানা গিয়েছে, পাক-প্রশাসনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পথে বালোচরা। এই আন্দোলন ঘিরে বিভিন্ন সশস্ত্র সংগঠনেরও জন্ম হয়েছে সেখানে। বালোচ বিদ্রোহী গোষ্ঠীদের অনেকে চান, ১৯৭১ সালে ভারত যে ভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যার কারণে পরবর্তী সময়ে বাংলাদেশের জন্ম হয়, সেই একই ভাবে তারা বালোচিস্তানের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াক। এরজন্য বারে বারে তারা ভারতের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন।
55
জয়শঙ্করকে খোলা চিঠি মিরের
এই বিষয়ে চিনের আগ্রাসনের হাত থেকে বাঁচতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন মির বালোচ।