ঋণ নিয়ে ঘি খাওয়া! পাকিস্তানের জন্য ৭০০ কোটি ডলার ঋণের প্রস্তাব মঞ্জুর, একগুচ্ছ শর্ত দিলো আইএমএফ

Published : Dec 12, 2025, 03:56 PM IST

IMF On Pakistan: বেশি ঋণ করে ঘি খেতে গিয়ে বিপাকে পাকিস্তান। আইএমএফ বা বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ঋণ পেতে গেলে এবার পাকিস্তানকে মানতে হবে আরও বেশকিছু শর্ত। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ঋণ নিতে গিয়ে বিপাকে পাকিস্তান

আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ঋণ পেতে গেলে মেনে চলতে হবে বেশকিছু নিয়ম। ইসলামাবাদকে ঋণ দেওয়ার বিষয়ে এমনই শর্ত চাপাল বিশ্ব ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে যে- আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ঋণ পেতে হলে পাকিস্তানকে মোট ৬৪টি শর্ত মেনে চলতে হবে। তবেই ১৮ মাসে ঋণ পাওয়া সম্ভব। 

25
শাহবাজ সরকারকে কী শর্ত দিলো আইএমএফ

সূত্রের খবর, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে বলা হয়েছে ফের ঋণ পেতে গেলে পাকিস্তানকে মোট ৬৪টি শর্ত মেনে চলতে হবে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পাক সরকারের দুর্নীতিবিরোধী পদক্ষেপ। পাক সরকারকে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করতে বলা হয়েছে। পরে প্রাদেশিক সরকারগুলিকে একই নির্দেশ দেওয়া হবে।

35
চাপে শাহবাজ শরিফ

এছাড়াও পাকিস্তানের ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে দুর্নীতি রুখতে কী পদক্ষেপ করা সম্ভব, তা জানাতে হবে ইসলামাবাদকে। পাকিস্তানের ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’ (ইএফএফ) এবং ‘রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেনেবিলিটি ফেসিলিটি’ (আরএসএফ)— এই দুই প্রকল্পেই পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ করেছে আইএমএফ। আগেও বেশ কয়েক দফায় এই প্রকল্পে পাকিস্তানকে ঋণ নিয়েছে আইএমএফ। এ বার আরও এক কিস্তিতে ১০০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এবার ঋণ পেতে গেলে মেনে চলতে হবে আইএমএফ-র বেশকিছু শর্ত। 

45
কত টাকা ঋণের প্রস্তাব মঞ্জুর ?

এই বিষয়ে জানা গিয়েছে যে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে পাকিস্তানের জন্য মোট ৭০০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। এরমধ্যে সোমবার ১২০ কোটি ডলারের ঋণের অনুমোদন দিয়েছে বোর্ড। 

55
মোট কতগুলি শর্ত চাপানো হয়েছে?

পাকিস্তানের প্রথম কিস্তির ঋণ পেতে গেলে মানতে হবে ১১টি শর্ত। এবং তা পূরণ হলে পরবর্তী ঋণের জন্য আরও মোট ৬৪টি শর্ত মানলেই মিলবে আইএমএফ-র তরফে ঝণ। যদিও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে পাকিস্তানের জন্য মঞ্জুর করা অর্থ ঋণ নিয়ে এর আগেও আপত্তি জানিয়েছিল ভারত। তবে সেসবের তোয়াক্কা না করে আগেও ১০০ কোটি ডলারের ঋণ দিয়েছিল আইএমএফ। আর এবার ৭০০ কোটি ডলার ঋণ দিতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক। 

Read more Photos on
click me!

Recommended Stories