IMF on Pakistan: ঋণে জর্জরিত দেশ, তারপরেও পাকিস্তানকে কেন টাকা দিল IMF? জানুন আসল কারণ

Published : May 11, 2025, 08:09 AM ISTUpdated : May 11, 2025, 08:22 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

IMF on Pakistan: উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর জঙ্গি হামলার পর থেকেই সম্মুখ সমরে নেমেছে পরস্পর প্রতিপক্ষ দুই দেশ। জানুন আরও.

IMF on Pakistan: গত ২২ এপ্রিলের পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর জঙ্গি হামলার পর থেকেই সম্মুখ সমরে নেমেছে পরস্পর প্রতিপক্ষ দুই দেশ। যদিও ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে কিছুটা হলেও পিছু হটতে হয়েছে পাকিস্তানকে (Pakistan News)। কারণ, ভারতের হাতে যত পরিমাণ অস্ত্র রয়েছে তত পরিমাণ অস্ত্রশস্ত্র মোটেও নেই পাকিস্তানের কাছে।

এদিকে ভারত-পাক উত্তজেক পরিস্থিতিতে পাকিস্তানকে ফের ঋণ দিয়ে অর্থ সাহায্য করল বিশ্ব ব্যাঙ্ক (IMF)। সরকারি সূত্রে খবর, পাকিস্তানকে প্রায় ১০০ কোটি অতিরিক্ত মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। যা ভারতীয় মুদ্রায় ৮ হাজার কোটি টাকার সমান। একদিকে যখন ঋণ শোধ না করার ট্রাক রেকর্ড রয়েছে পাকিস্তানের ঠিক তখনই ফের পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে চরম ক্ষুদ্ধ ভারত। কারণ, এই টাকা পাকিস্তান যুদ্ধের কাজে ব্যবহার করবে, আরও জঙ্গিবাদের মদত দেবে।

সূত্রের খবর, গত ২৮ বছর ধরে আইএমএফ-এর কাছ থেকে পাকিস্তান ঋণ নিলেও তারা দেশের উন্নতিতে কোনও টাকা ব্যবহার করেনি। বরং জঙ্গিদের পালন করে এসেছে। এই অবস্থায় ২০১৯ সালেও চারটি আইএমএফ প্রকল্পের মাধ্যে ঋণ নিয়েছে পাকিস্তান। সেই টাকা ঠিকমত কাজে ব্যবহার করলে আর ঋণ নিতে হত না পাকিস্তানকে। যদিও ভারতের কথায় কোনও কাজ হয়নি। ফের পাকিস্তানকে অর্থ সাহায্য বিশ্ব ব্যাঙ্কের।

এর আগে কতবার টাকা নিয়েছে পাকিস্তান (Pakistan):-

জানা গিয়েছে, পাকিস্তানের ২৮ বছরের ট্রাক রেকর্ডে একাধিকবার বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে টাকা নিয়েছে। এর আগে ২০১৯ সালে IMF-এর কাছ থেকে চারবার টাকা ঋণ নিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ৩৭ মাসের ইএফএফ-এর অধীনে মোটা টাকার অর্থ ঋণ পেয়েছিল পাকিস্তান। শুক্রবার EFF এবং RSF (Resilience and Sustainability) অধীনে যথাক্রমে ১ বিলিয়ন এবং ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান। অর্থাৎ মোট ২.১ বিলিয়ন মার্কিন ডলার টাকা পেল পাকিস্তান। ঋণের বোঝা কাঁধে থাকা সত্ত্বেও ফের পাকিস্তানকে অর্থ সাহায্য করায় চরম ক্ষুদ্ধ ভারত।

জানা গিয়েছে, গত সাত বছরে মোট চারবার অর্থ সাহায্য চেয়েছে পাকিস্তান। সেই মত বিশ্বব্য়াঙ্কের তরফে ৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছিল পাকিস্তান। যদিও এই ঋণ দেওয়ার সময় পাকিস্তানকে বেশকিছু শর্ত দেওয়া হয়েছিল যেমন, দেশের উন্নয়ন, জলবায়ু খাতে ব্যয়, জনসেবা সরবরাহ এবং জ্বালানি খাতের কার্যকারিতা উন্নত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদগক্ষেপ গ্রহণ করা। যদিও এসব কোনও কিছুরই ধার ধারেনি পাকিস্তান। তারপরেও পাক সরকারকে প্রায় ১০০ কোটি অতিরিক্ত মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। যদিও দিনের পর দিন এই অর্থ সাহায্য পেলেও জঙ্গিদের দাপট ঠেকাতে কোনও পদক্ষেপ করেনিপাকিস্তান। বরং মাসুদ আজহারদের মতন জঙ্গিদের প্রশয় দিয়ে এসেছে এই দেশ। 

প্রসঙ্গত, বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে পাকিস্তান বারবার ঋণ নিলেও ১৯৯৩ সালের পর থেকে ভারত এখনও কোনও ঋণ নেয়নি IMF-এর কাছ থেকে। শুধু তাই নয়, আগের যা ঋণ নেওয়া ছিল তাও ২০০০ সালের মধ্যেই শোধ করে দিয়েছে ভারত সরকার। এই অবস্থায় বারবার পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারত।  

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
ক্রমশ বহরে বাড়ছে জইশের আত্মঘাতী স্কোয়াড! ৫০০০ মহিলা জঙ্গির নেতৃত্বে সাদিয়া